ক্রীড়া ডেস্ক

  ০৩ আগস্ট, ২০২২

১৭ বছর পর পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বছরের শেষদিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। নিরাপত্তার দোহাই দিয়ে শেষ মুহূর্তে সিরিজ থেকে সরে যায় ইংলিশরা। এবার আর তেমন কিছু ঘটছে না। দীর্ঘ ১৭ বছর পর সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে তারা। সিরিজের সূচিও ঠিক করে ফেলেছে দুই দেশের বোর্ড।

পাকিস্তান সফরে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জস বাটলারের দল। সিরিজের প্রথম চার ম্যাচ করাচিতে। বাকি তিনটি লাহোরে। গতকাল সিরিজের সূচি জানিয়েছে পাকিস্তান বোর্ড।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরের আগে দুই দলেরই এটি শেষ সিরিজ।

২০ সেপ্টেম্বর থেকে শুরু দুদলের মাঠের লড়াই। করাচির ম্যাচগুলো ২০, ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর। লাহোরের প্রথম দুই ম্যাচ ২৮ ও ৩০ সেপ্টেম্বর। ২ অক্টোবর সিরিজের শেষ টি-টোয়েন্টিও লাহোরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও পাকিস্তান যাবে ইংল্যান্ড। ২০০৫-০৬ মৌসুমের পর এবারই প্রথম টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাচ্ছে ইংলিশরা।

ঘরের মাঠে এ বছর বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে পাকিস্তান। ইংল্যান্ড সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাবর আজমের দল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close