ক্রীড়া প্রতিবদেক

  ২৫ জুন, ২০২২

হারলেই পরাজয়ের সেঞ্চুরি

ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্ট। সাদা পোশাকের এই ফরম্যাটের ইতিহাস ১৪৫ বছরের। ১৮৭৭ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল। দীর্ঘ এই পথচলায় আইসিসির পূর্ণ সদস্য হিসেবে লাল বলে পাঁচ দিনের ম্যাচ খেলেছে ১২টি দেশ। এর মধ্যে দশম টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ।

গতকাল সেন্ট লুসিয়ায় নিজেদের ইতিহাসের ১৩৪তম টেস্ট খেলতে নেমেছে লাল-সবুজের দল। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। পূর্ব ক্যারিবিয়ানের এই দ্বীপে ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। অ্যান্টিগায় হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়া টাইগারদের জন্য ম্যাচটি ঘুরে দাঁড়ানোর মঞ্চ।

আবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দল অন্য রকম এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। যা নিশ্চিতভাবেই টাইগারদের জন্য সুখকর কিছু নয়। বরং এই ফরম্যাটে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যর্থতার প্রতিফলনই হবে এই মাইলফলক। ২২ বছরের বিচরণেও সাদা পোশাকে বাংলাদেশ যেন নবিশ এক দলের ছবিই বয়ে বেড়াচ্ছে।

সেন্ট লুসিয়ায় ক্যারিবিয়ানদের কাছে হেরে গেলে টেস্টে বাংলাদেশ দলের পরাজয়ের ‘সেঞ্চুরি’ পূর্ণ হবে। আগের ১৩৩ ম্যাচে টাইগাররা হেরেছে ৯৯টি ম্যাচ। যেখানে জয় মাত্র ১৬টি, ড্র ১৮টি।

এটুকু আশা করা যায় সাকিব আল হাসানের দলটা এই টেস্টেই এমন সেঞ্চুরি পূরণ হতে দিতে চাইবেন না। নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে ম্যাচে লড়াই করতে চাইবেন উইন্ডিজদের বিরুদ্ধে।

তবে ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের সামনে যেভাবে খড়-কুটোর মতো উড়ে যাচ্ছে বাংলাদেশের টপ অর্ডার তাতে আশার বেলুন বেশি ফুলে উঠছে না। বরং যেন শততম টেস্ট হারের লজ্জাই ডাকছে টাইগারদের। সেন্ট লুসিয়ায় এই হার ঠেকাতে হলে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে তামিমণ্ডমুমিনুলদের। কেমার রোচ, আলজারি জোসেফদের সামনে তারা সেই প্রতিরোধ গড়তে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।

টেস্ট ক্রিকেটে একশর বেশি ম্যাচ হেরেছে আটটি দল। টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রথম আটটি দলই এ তালিকায় আছে। সর্বাধিক ৩১৬ ম্যাচ হেরেছে ইংল্যান্ড (চলমান ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট ব্যতীত)। ক্রিকেট খেলাটার জন্ম দেওয়া ইংলিশরাই সর্বোচ্চ ১০৫১ টেস্ট খেলেছে।

অস্ট্রেলিয়া ৮৪২ ম্যাচ খেলে ২২৬টিতে হেরেছে। ৫৬৪ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হজম করেছে ২০৪টি পরাজয়। এর বাইরে নিউজিল্যান্ড ১৮০, ভারত ১৭৩, দক্ষিণ আফ্রিকা ১৫৪, পাকিস্তান ১৩৫, শ্রীলঙ্কা ১১৫টি পরাজয় বরণ করেছে। ১৯৯২ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলেছে। ১১৫ ম্যাচে তাদের জয় ১৩টি, হার ৭৪টি এবং ড্র করেছে ২৮টি ম্যাচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close