ক্রীড়া ডেস্ক

  ২৪ জুন, ২০২২

বাংলাদেশকে হটিয়ে শীর্ষে ইংল্যান্ড

প্রথম দুই ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি নেদারল্যান্ডস। দাপটের সঙ্গেই এক দিনের সিরিজ নিশ্চিত করেছে ইয়ন মরগান অ্যান্ড কোং। তৃতীয় তথা শেষ ম্যাচেও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি ডাচরা। তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশরা। সেইসঙ্গে বাংলাদেশকে হটিয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে পৌঁছে গেছে দলটি।

এই ম্যাচের আগে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে ছিল বাংলাদেশ। ১৮ ম্যাচে টাইগারদের নামের পাশে আছে ১২০ পয়েন্ট। ১২ জয়ের বিপরীতে ছয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। এদিকে, সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোয় বর্তমানে ইংল্যান্ডের সংগ্রহ ১২৫ পয়েন্ট। ইংলিশরাও খেলেছে লাল-সবুজদের সমান ১৮ ম্যাচ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close