ক্রীড়া ডেস্ক

  ২৩ জুন, ২০২২

রিয়ালেই থাকবেন ভিনিসিয়াস

ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে আশাবাদী ছিল রিয়াল মাদ্রিদ। তবে চূড়ান্ত কিছু না হওয়ায় শঙ্কা তো ছিলই। এবার সে শঙ্কা দূর করে দিলেন ভিনিসিয়াস। তিনি জানিয়েছেন, অন্য কোথাও নয়, প্রিয় ক্লাবেই থেকে যেতে চান তিনি।

ফ্লেমেঙ্গো ছেড়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান ভিনিসিয়াস। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুনের শেষ পর্যন্ত সান্টিয়াগো বার্নাব্যুতে থাকার কথা ২১ বছর বয়সি তারকার। সে চুক্তির মেয়াদ আরো দীর্ঘ করতে মরিয়া ছিল স্পেনের শীর্ষ ক্লাবটি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভিনির সম্মতি থাকায় চুক্তি বাড়ানোর কাজ প্রায় সেরে ফেলেছে রিয়াল মাদ্রিদ। শোনা গেছে, রিয়াল মাদ্রিদ এবং ভিনিচিয়াসের মধ্যকার চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী মাসে। নতুন চুক্তি অনুযায়ী আরো তিন বছর রেকর্ড চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীদের শিবিরে থাকবেন আক্রমণভাগের এই সেনানি। সদ্য শেষ হওয়া মৌসুমটা মনে রাখার মতো কাটিয়েছেন ভিনিসিয়াস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে জালে বল জড়িয়েছেন ২২ বার। তরুণ ফুটবলারের একমাত্র গোলেই লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close