ক্রীড়া প্রতিবেদক

  ২০ জুন, ২০২২

রান খরায় মুমিনুল-শান্তর কারণ ব্যাখায় ডোমিঙ্গো

ব্যাটিংয়ে মনোযোগী হতেই অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন মুমিনুল হক। নেতৃত্বের চাপ থেকে মুক্তি মিললেও এই বাঁহাতির ব্যাটে রানের দেখা নেই। অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ তিনি। প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হয়েছেন মুমিনুল। সদ্য সাবেক অধিনায়কের মতো নাজমুল হোসেন শান্তও রান খরায়। প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটিংয়ের অর্ডারের তিন ও চারে খেলা মুমিনুল-শান্তর ব্যর্থতা দলকে ডুবাচ্ছে।

বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন, আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন দুই ব্যাটসম্যান। এর বাইরে তাদের ব্যাটিংয়ে কোনো সমস্যা দেখছেন না তিনি।

অ্যান্টিগায় তৃতীয় দিনের খেলা শেষে মুমিনুল-শান্তর রান খরা সম্পর্কে ডোমিঙ্গো বলেছেন, ‘এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস তলানিতে। মুমিনুল, শান্তসহ আমাদের বড় কিছু খেলোয়াড় আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেটা নেই।’

তৃতীয় দিন শেষে ম্যাচে হারের দুয়ারে বাংলাদেশ দল। চতুর্থ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আর মাত্র ৩৫ রান। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করেছিল টাইগাররা। স্বাগতিকদের সামনে জয়ের টার্গেট ছিল ৮৪ রান। দিন শেষে ৩ উইকেটে ৪৯ রান তুলেছে দলটি।

দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিংয়ে অসন্তুষ্ট ডোমিঙ্গো। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়ার দৃশ্যে বিরক্ত তিনি। এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘দুই ইনিংসেই অনেকগুলো সফট ডিসমিসাল হয়েছে। ব্যাটিংয়ের সময় অনেকগুলো ভুল সিদ্ধান্তও ছিল। প্রথম ইনিংসে ১০৩ রান, এটা আরো বেশি হতে পারত। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান, এটাও আরো বেশি হওয়া দরকার ছিল। সারমর্ম করতে গেলে বলতে হয়, এক টেস্টে এতগুলো সফট ডিসমিসালই নির্দিষ্ট করে দায়ী।’

এখন টেকনিক্যাল পরিবর্তন নয় মানসিকভাবে শক্ত হতে হবে ব্যাটসম্যানদের। বাইরের চিন্তা বাদ দিয়ে খেলায় মনোযোগী হতে হবে। ডোমিঙ্গো বলেন, ‘ব্যাটসম্যানদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। ফর্মে আসতে গেলে মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে। টেকনিক্যাল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সব রকমের বাড়তি আওয়াজ, সমালোচনা মাথা থেকে ঝেরে ফেলে ক্রিকেট বল খেলার দিকেই নজর দিতে হবে।’

এখন মুমিনুল-শান্তদের আত্মবিশ্বাস ফেরানোই মূল কাজ। বাংলাদেশের হেড কোচ বলেছেন, ‘হ্যাঁ, এগুলো করার চেয়ে বলা সহজ। তবে সেরা খেলোয়াড়রা এসব করার সামর্থ্য রাখে। টেকনিক্যাল পরিবর্তনের সুযোগ নেই, মানসিক দিক দিয়ে প্রস্তুতিই আসল। আমরা জানি তারা ভালো খেলোয়াড়, এর আগে রান করতে দেখেছি তাদের। ফলে আত্মবিশ্বাসটা ফিরে পেতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close