ক্রীড়া প্রতিবেদক

  ১৯ জুন, ২০২২

‘জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে থাকলেও দল ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই খেলবে বলে জানালেন সফরকারী বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে টাইগাররা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৩ রানের জবাবে ২৬৫ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এতে প্রথম ইনিংস থেকে ১৬২ রানে পিছিয়ে পড়ে টাইগাররা। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। এ অবস্থায় ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশায় দল। তারপরও টেস্ট জয়ের জন্য খেলবে বাংলাদেশ।

দলের পেসার খালেদ বলেন, ‘সাকিব ভাই আরো কমে তাদের অলআউট করার কথা বলেছিলেন, আমরা চেষ্টা করেছি। হয়তো ১০-২০ রান বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। উইকেট খুবই ভালো। তবে বোলারদের জন্য খুব বেশি সহায়ক না। দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ ভালো খেলবে।’

টেস্টকে পাঁচ দিনের নিয়ে জয়ের স্বপ্ন দেখছেন খালেদ। তিনি বলেন, ‘আমরা জেতার জন্যই খেলব। ব্যাটাররা স্কোরবোর্ডে যত রান দিবে যাতে খেলাটা যাতে পাঁচ দিনে গিয়ে শেষ হয়, এটাই লক্ষ্য থাকবে আমাদের।’

বল হাতে ২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন খালেদ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিন ইনিংসে ১৮৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন খালেদ। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বল হাতে নিজের সেরাটা দিতে পেরেছেন এই ডান-হাতি বোলার। নিজের পারফরমেন্স নিয়ে খালেদ বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। শেষ দুটি টেস্টে যেহেতু ভালো করিনি, ইচ্ছা ছিল যেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি। যেমনটা দক্ষিণ আফ্রিকায় করেছি। এখানেও তেমন করার চেষ্টা ছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close