ক্রীড়া প্রতিবেদক

  ১৫ মে, ২০২২

তাসকিন-মিরাজকে মিস করবে বাংলাদেশ

বাংলাদেশের টেস্ট দলের অপরিহার্য সদস্য তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে তাসকিনই দলের বড় ভরসা। অলরাউন্ডার হিসেবে মিরাজের ভূমিকা অপরিসীম। দুজনই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের দলে নেই। কাঁধের ইনজুরির চিকিৎসায় তাসকিন এখন লন্ডনে রয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আঙুলে চোট পাওয়া মিরাজ আছেন বিশ্রামে।

নিয়মিত এই দুই পারফরমারকে টেস্ট সিরিজে মিস করবে বাংলাদেশ দল। চট্টগ্রামে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ওঠে আসে তাসকিন-মিরাজের অনুপস্থিতির বিষয়টি। প্রশ্ন শুনেই মুমিনুল বলেন, আপনাদের কাছে আমি এই প্রশ্ন আরো আগেই আশা করেছিলাম। দুই অনুজকে এই সিরিজে না পাওয়ার বিষয়ে মুমিনুল বলেন, ‘নিউজিল্যান্ডে জয়ে তাদের অনেক অবদান ছিল। দুজনকে মিস করব। একজন ভালো ব্যাটিংও করে, অলরাউন্ডার। তবে তাদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা ভালো সুযোগ। তারা এমন পারফর্ম করছিল যে, অন্য কাউকে সুযোগ দিচ্ছিল না। এবার তাদের জায়গায় যারা খেলবে তারাও ভালো খেলে বার্তা দিতে চাইবে।’ তাসকিন-মিরাজের জায়গায় দলে আসা তরুণদের প্রতিও আস্থা রাখছেন মুমিনুল। তিনি বলেন, ‘তাদের ওপর বিশ্বাস আছে। অনেক সময় সাকিব ভাইও ছিল না, বিকল্প খেলোয়াড়ের ওপর আমাদের বিশ্বাস ছিল। এই বিশ্বাস আমি সব সময় দেখাব। বিশ্বাস না থাকলেও অধিনায়ক হিসেবে সেটা দেখাতে পারব না। যারা আছে, তাদের প্রতি সাপোর্ট আছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close