ক্রীড়া ডেস্ক

  ১৪ মে, ২০২২

কিয়েভের বদলা প্যারিসে নিতে চান সালাহ

চ্যাম্পিয়নস লিগের ২০১৭-১৮ সালের ফাইনাল বসেছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে। লিভারপুলকে হতাশায় ডুবিয়েছিল রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেলের নৈপুণ্যের কাছে শিরোপা হাতছাড়া করেছিল অলরেডরা। চার বছর পর প্রস্তুত আরেকটি শিরোপার মঞ্চ, প্রতিপক্ষ সেই লস ব্লাঙ্কোস। এবার ফাইনাল প্যারিসের, যেখানে বদলাটা সুদে-আসলে নিতে চান মোহাম্মেদ সালাহ।

মিসরীয় তারকা নিজেকে আক্রমণভাগের সেরা খেলোয়াড় দাবি করে লা লিগা জয়ীদের প্রতি এক প্রকার চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন। কিয়েভে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি দলকে কোয়াড্রপল জেতাতেও আশাবাদী ইয়ুর্গেন ক্লপের অন্যতম সেনানী।

স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে মহারণের আগে ধুলো জমা স্মৃতিতে নাড়া দিয়েছেন সালাহ। তার কাছে সেই হার এতটাই দগদগে যে ম্যাচটিকে মনে হচ্ছে গতকাল খেলেছেন। ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষবারের ফাইনালের কথা মনে আছে, যেন গতকাল খেলেছিলাম। সেবার চোটে পড়ে মাঠ ছাড়াটা আমার জন্য কষ্টের ছিল। কিন্তু আমাকে বিষয়টি মেনে নিয়ে এগোতে হয়েছিল। ওই কারণেই পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম।’

চলতি মাসের ২৯ তারিখ প্যারিসের স্তাদি ডে ফ্রান্সে ইউরোপসেরা ক্লাব হওয়ার লক্ষ্যে নামবে অলরেডরা। প্রতিপক্ষ রিয়ালকে পেয়ে কিছুটা উত্তেজিত সালাহ। ‘ফাইনালে আবারও তাদের মুখোমুখি হতে রোমাঞ্চিত বোধ করছি। আমরা এবার ভালো করতে চাই।’

নিজেকে আক্রমণভাগের সেরা খেলোয়াড় দাবি করা সালাহ আশাবাদী মৌসুমে চার শিরোপা ঘরে তোলার। কারবাও কাপের পর এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগের শিরোপা মাথার উপর উঁচিয়ে ধরতে চান মিসরীয় ফরওয়ার্ড।

‘আশা করি আমরা জিততে পারব। আমি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close