ক্রীড়া ডেস্ক

  ১১ মে, ২০২২

এমবাপ্পে এখন মাদ্রিদে

আলোচনা করবেন নিজেই

আসছে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে বড় আকর্ষণ কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। ফরাসি ফরওয়ার্ডকে ধরে রাখতে সবরকম চেষ্টা করে যাচ্ছে প্যারিসিয়ানরা। অন্যদিকে, তাকে উড়িয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

লস ব্লাঙ্কোসদের হয়ে খেলার স্বপ্ন এমবাপ্পের শৈশবের। সেই স্বপ্ন পূরণ হতে পারে নতুন মৌসুমে। কিন্তু তার স্বপ্নের পথে দাঁড়িয়ে আছে বর্তমান ক্লাব পিএসজি। এমবাপ্পের মা গত সপ্তাহে কাতারের দোহায় গিয়ে পিএসজির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে এসেছেন। এবার এমবাপ্পে এসেছেন মাদ্রিদে, রিয়াল কর্তাদের সঙ্গে আলোচনা করতে।

পিএসজির সঙ্গে এমবাপ্পের এজেন্ট অর্থাৎ তার মায়ের আলোচনা হয়েছে। এবার রিয়ালের সঙ্গে কথা বলবেন ফরাসি ফরওয়ার্ড নিজেই। এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা তার। অবশ্য মাদ্রিদে একা আসেননি এমবাপ্পে। সঙ্গে এনেছেন পিএসজি সতীর্থ আশরাফ হাকিমিকে। আছেন তাদের বন্ধুরাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close