ক্রীড়া প্রতিবেদক

  ১০ মে, ২০২২

‘অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েনি লঙ্কান ক্রিকেটে’

চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। বিদেশি দেনা শোধ করতে না পেরে দেউলিয়া হওয়ার পথে। চলছে জরুরি অবস্থা। কিন্তু দেশটির ক্রিকেটের কী অবস্থা? এরই মধ্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল অবস্থান করছে বাংলাদেশে। পরশু ঢাকায় পৌঁছানোর আগ পর্যন্ত এই দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ছিল আশঙ্কা। তবে দেশটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ বলেছেন, অর্থনৈতিক সংকটের প্রভাব ক্রিকেটে পড়েনি। বিসিবি অ্যাকাডেমি মাঠে কাল প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেওয়াজ। স্বভাবতই তার কাছে প্রথমে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ওপর এখন পর্যন্ত (অর্থনৈতিক সংকটের) প্রভাব পড়েছে বলে মনে হয় না। ক্রিকেটের কর্মসূচি নিয়েই ক্রিকেটাররা ব্যস্ত ছিল। কয়েক মাস ধরেই অনুশীলন চলছে। তাদের ওপর কোনো প্রভাব পড়ার ঘটনা আমি দেখিনি।’ দুই টেস্ট খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরই নাভিদের কথার বড় প্রমাণ। যদি প্রভাব পড়ত, তাহলে এই সফর নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারত। প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। তবে ঢাকায় প্রাথমিক প্রস্তুতি নেবে শ্রীলঙ্কা। ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১২ মে দলটি চট্টগ্রাম যাবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৩ মে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close