ক্রীড়া প্রতিবেদক

  ০৯ মে, ২০২২

‘১০ দিন খেলার মানসিকতা নেই’

সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামে হাজির জাতীয় দলের ক্রিকেটাররা। প্রায় জনা ত্রিশেক ক্রিকেটার ইংল্যান্ডের ভিসার জন্য বায়োমেট্রিকসের কাজ সম্পন্ন করলেন বিসিবি একাডেমিতে। অনেক ক্রিকেটারের পরিবারও ছিল এ তালিকায়।

সন্ধ্যায় চট্টগ্রামের ফ্লাইট, সবাই তাই ফিরে গেছেন বাসায়। দুপুরের পর হোটেল সোনারগাঁওতে জাতীয় দলের বিদেশি কোচদের সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ মিটিংয়ে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকও ছিলেন ডমিঙ্গো-ডোনাল্ড-সিডন্সদের সঙ্গে। মিটিংয়ে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের ব্যর্থতা নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, টানা ১০ দিন খেলার মাইন্ডসেট নেই বাংলাদেশের ক্রিকেটারদের।

কোচদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ট্যুর, পারফরম্যান্স এগুলো নিয়েই আলাপ-আলোচনা হয়েছে। ওদের কী ধারণা ওদের কী অ্যাসেসমেন্ট। এছাড়া মুমিনুলের সঙ্গে বসলাম, টেস্ট ক্যাপ্টেন আজ চলে যাচ্ছে চট্টগ্রামে। ওর সঙ্গে কথা হলো, টিমের সঙ্গে সবাইকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কথা হলো। স্ট্যাটেজি, প্লান কী ধরনের হতে পারে। কী করছে এসব সম্পর্কে কিছু ধারণা পেলাম।’

টেস্টের ভঙ্গুর পারফরম্যান্সের কারণ কোচদের কাছে জানতে চেয়েছেন পাপন। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘প্লেয়ারদের সঙ্গে এখনো বসা হয়নি। শুধু মুমিনুল ছিল এখানে। আমি জানতে চাচ্ছিলাম হঠাৎ এ রকম পারফরম্যান্সের কারণটা কী। প্রথমতম নিশ্চিতভাবে টেস্টে আমরা ভালো দল না, সেটা আমরা জানি। এটার কারণটা কী, অনেক আলাপ-আলোচনা হয়েছে।’

বিদেশের মাটিতে পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘একটা জিনিস যেটা কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা হয়েছে, ওরা আমাকে উদাহরণ দিচ্ছিল চার-পাঁচটা টেস্ট ম্যাচের। পাকিস্তানের সঙ্গে যখন খেললাম প্রথম টেস্টে আমরা ভালোই মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলাম। কিন্তু দ্বিতীয় টেস্টে একেবারই ধরাশায়ী। বাইরের খেলাগুলোর কথা বলল। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এ রকম অনেক টেস্টের কথা নিয়ে আসল।’

টানা দুই টেস্টে ক্রিকেটারদের মনোযোগে ঘাটতি থাকে উল্লেখ করে বোর্ড সভাপতি বলেন, ‘আসলে প্রথম টেস্টটা আমরা মোটামুটি ভালোই খেলি, দ্বিতীয় টেস্টে গিয়ে একেবারই মনে হয় আমরা আর পারছি না। এর পেছনে কী কী কারণ থাকতে পারে ওরাও বুঝতেছে না। কিন্তু ওরা যেটা বলল, আসলে ১০ দিনের খেলার মাইন্ডসেটটাই নেই। দশ দিন টানা খেলতে হবে, এই মাইন্ডসেট অনেক খেলোয়াড়ের নেই। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরমেটেই খেলতে হবে। ওই সিরিজের পর টেস্ট দলের ক্রিকেটারদের লম্বা বিরতির মধ্যে থাকতে হবে। তাদের খেলার মাঝে রাখা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে কাল ।

পাপন বলেন, ‘এই টেস্টের পরে আমরা যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আসার পরে টেস্টে যারা আছে, তাদের কোনো খেলা নেই। সাড়ে তিন মাসের মতো। এ সময়ে ওডিআই, টি-টোয়েন্টি খেলা আছে। তাহলে টেস্টের প্লেয়াররা কী করবে। আমরা এরই মধ্যে এটা নিয়ে কাজ করছি। কিছুদিন আগ থেকে এটা নিয়ে প্লান করছিলাম।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close