ক্রীড়া প্রতিবেদক

  ২৭ জানুয়ারি, ২০২২

আফ্রিকায় নিহত সমর্থকদের জন্য বাফুফের শোক

গত সোমবার রাতে আফ্রিকান নেশন্স কাপে রীতিমতো মর্মান্তিক এক ঘটনাই ঘটে গেছে। খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মৃত্যুবরণ করেছেন আট দর্শক, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০। আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে এমন ঘটনায় ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সে শোক ছুঁয়ে গেছে বাংলাদেশ ফুটবলকেও। সম্প্রতি এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে বাফুফে।

গত সোমবার নিজেদের মাঠে কোমোরোসের বিপক্ষে মাঠে নামছিল ক্যামেরুন। করোনার কারণে সেই ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৮০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার দেওয়া হয়। কিন্তু তার তোয়াক্কা না করেই বিপুল দর্শক হুড়োহুড়ি করে ঢুকতে চেয়েছিলেন মাঠে। তাতেই বাধে বিপত্তি। মাঠে তো দর্শক ঢুকতে পারেনইনি, উল্টো পদদলিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আট দর্শক।

এরপরই শোক নেমে আসে ফুটবল বিশ্বে। গতকাল এক বিবৃতির মাধ্যমে তাতে শামিল হয়েছে বাফুফেও। বিবৃতিতে বলা হয়, ‘ক্যামেরনের রাজধানী ইয়াউন্দের ওলেম্বে স্টেডিয়ামে গত ২৪-০১-২০২২ তারিখ রাতে আফ্রিকা নেশন্স কাপের খেলা উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের মধ্যে ধস্তাধস্তি ও পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়।’

সেখানে আরও যোগ করা হয়, ‘ক্যামেরুনে ফুটবল দর্শকদের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাহ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ সব স্ট্যান্ডিং কমিটি, বাফুফের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক শোক প্রকাশ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close