ক্রীড়া ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২২

বার্সার জয়ের দিনে রিয়ালে ড্র

লা লিগায় বার্সেলোনা জয় পেলেও কোনোমতে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। আলাভেজের বিপক্ষে ১-০ গোলের জয়ের দিনে এলচের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।

প্রতিপক্ষ লিগ টেবিলের ১৯তম দল আলাভেস, তাদের বিপক্ষে বলের দখলে বার্সেলোনা আধিপত্য দেখিয়েছে প্রথম থেকেই। প্রথমার্ধের বাঁশির আগে ৭৭ শতাংশ সময় বলের দখলে ছিল বার্সা। তবে আক্রমণে সৃষ্টিশীলতার অভাব ভালোই ভুগিয়েছে দলটিকে। বিরতির আগে আক্রমণে উঠলেও এলচে রক্ষণে ত্রাস তেমন ছড়াতে পারেনি কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বিরতির পর অবশ্য খেলায় পরিবর্তন এসেছে কিছুটা, তবে সেটা যে বার্সেলোনার সহজাত ফুটবলের ধারে-কাছেও ছিল না, তা বলাই বাহুল্য। তবু বার্সা ত্রাস ছড়িয়েছে আলাভেস রক্ষণে। শেষ মুহূর্তের কিছু ট্যাকলে স্বাগতিকরা বেশ কিছু আক্রমণ ভেস্তে দিয়েছে কাতালানদের, সঙ্গে ফের্নান্দো পাচেকোর বেশ কিছু সেভ আলাভেসকে অন্তত একটা পয়েন্টের আশা দেখাচ্ছিল।

তাতে অবশ্য বার্সার শঙ্কাও বাড়ছিল। শেষ তিন ম্যাচে জয়ের দেখা নেই। গ্রানাডার বিপক্ষে লিগের সর্বশেষ ম্যাচে ড্রয়ের পর সুপার কাপে রিয়ালের কাছে হার। এরপর কোপা দেল রেতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হার। এরপর আলাভেসের বিপক্ষেও ড্র হলে সেটা বড় মানসিক ধাক্কাই দিত বার্সাকে। মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে সেটা আর হয়নি। জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে তা ডি ইয়ংকে স্কয়ার করেন ফেরান তরেস। ডাচ মিডফিল্ডার সেটা পাঠান জালে। শুরুতে অফসাইডের সন্দেহ থাকলেও ভিএআর যাচাই করে এসে গোল দেন রেফারি। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বার্সার।

অন্যদিকে ক্যারিয়ারে এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি পেনাল্টি নিয়েছেন করিম বেনজেমা। মিস করেননি একটিও। সেই বেনজেমাই কিনা প্রথম পেনাল্টি মিসের জন্য বেছে নিলেন ম্যাচটাকেই! তার পেনাল্টি মিসের পর দুই গোল হজম করলে হারের শঙ্কাই মাথাচাড়া দিয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ শিবিরে। তবে এরপর লুকা মদ্রিচ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের শেষ সময়ের গোলে রক্ষা পেয়েছে দলটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close