ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২২

টি-টোয়েন্টির বর্ষসেরা রিজওয়ান

২০২০-এর ডিসেম্বরেও সীমিত ওভারের ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল সাদামাটা। পরের ১২ মাসে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যা করেছেন, তাতে চক্ষু চড়কগাছই হওয়ার কথা। প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক, যার পথে তিনি খেলেছেন একগাদা দুর্দান্ত ইনিংস। বছরটা এমনিতেই অবিস্মরণীয় ছিল তার। তাই আইসিসির চোখে তিনি বনে গেছেন গত বছরে টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার।

২০২১ সালটা তিনি কেমন কাটিয়েছেন একবার দেখুন। ১৩২৬ রান করেছেন ২৯ ম্যাচে। গড়, আর স্ট্রাইক রেটও কথা বলছে তার পক্ষে।

ইনিংসপ্রতি রিজওয়ান রান তুলেছেন ৭৩.৬৬, স্ট্রাইকরেট ১৩৪.৮৯। শুধু উইকেটের সামনেই নয়, উইকেটের পেছনেও তিনি ছিলেন যথেষ্ট সাবলীল। পাকিস্তান গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে, তার পেছনে রিজওয়ানের এমন অলরাউন্ডিং পারফরম্যান্সের অবদানও ছিল অসামান্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close