ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২২

কোয়ার্টার-ফাইনালে নাদাল

প্রথম সেটে দারুণ লড়াই করেন আন্দ্রিয়োঁ মানারিনো। তবে এরপর আর কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি তিনি। এই ফরাসিকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় গতকাল শেষ ষোলোয় মানারিনোকে ৭-৬ (১৬-১৪), ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই নাদাল।

নাদালের বিপক্ষে আগের দুই লড়াইয়েই হেরেছিলেন মানারিনো। আর চলতি প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডে রাশিয়ার আসলান কারাতসেভের বিপক্ষে ৪ ঘণ্টা ৩৯ মিনিটের নাটকীয় লড়াইয়ে জিতে ওঠেন শেষ আটে। এ রাউন্ডের শুরুতেও অসাধারণ লড়াইয়ের সম্ভাবনা জাগান র‌্যাংকিংয়ের ৬৯তম মানারিনো। রড লেভার অ্যারেনায় ৮১ মিনিট স্থায়ী রোমাঞ্চকর প্রথম সেটটি শেষ হয় ৩০ পয়েন্ট টাইব্রেকারে। এরপর অবশ্য পরের দুই সেট অনায়াসেই জিতে নেন নাদাল। জয় নিশ্চিত করেন প্রথম ম্যাচ পয়েন্টেই। পায়ের চোটের কারণে ২০২১ সালের অনেকটা সময় বাইরে কাটানো নাদাল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার দেনিস শাপোভালোভের মুখোমুখি হবেন। পাঁচ মাস পর এই টুর্নামেন্ট দিয়ে গ্র্যান্ড সø্যামে ফেরেন সাবেক এই নাম্বার ওয়ান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close