ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২২

সিটিকে রুখে দিল সাউদাম্পটন

সাউদাম্পটন ১ : ১ ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট হারিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সিটিজেনরা। ঘরের মাঠে উজ্জীবিত ফুটবল খেলে সাউদাম্পটন। আশা জাগায় ২০১৬ সালের পর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম জয়ের। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার দল। এমেরিক লাপোর্তের গোলে হার এড়ায় গার্দিওলার দল। ঘরের মাঠে সপ্তম মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। চমৎকার প্রতি আক্রমণে ওরিয়ল রোমেউর কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন কাইল ওয়াকার-পিটার্স। প্রিমিয়ার লিগে এই ইংলিশ ডিফেন্ডারের এটাই প্রথম গোল। পিছিয়ে পড়া সিটি মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। প্রতি আক্রমেণ ভীতি ছড়াতে থাকে সাউদাম্পটনও। ২৩ মিনিটে আবার সিটির জালে বল পাঠায় স্বাগতিকরা। কিন্তু আরমান্দো ব্রোহা অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। ৩৫ মিনিটে ডি বক্সের ভেতর থেকে রাহিম স্টার্লিংয়ের বাঁকানো শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর খুব কাছ থেকে তার শট পা দিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন সাউদাম্পটন গোলরক্ষক, ফিরতি শটও ব্যর্থ করে দেন তিনি।

বিরতির পর ৪৭ মিনিটে আরো পিছিয়ে পড়তে বসেছিল সিটি। ইয়ান বেডনারেকের হেড কোনোমতে ঠেকিয়ে দেন এডারসন। তার ভাগ্য ভালো ফিরতি বল যায়নি সাউদাম্পটেনর কারো কাছে। ৫৪ মিনিটে একটুর জন্য বাড়েনি ব্যবধান। কর্নার থেকে ব্রোহার হেড ফেরে পোস্টে লেগে। খুব কাছ থেকে ফিরতি বলে শট লক্ষ্যে রাখতে পারেননি বেডনারেক। ৫৯ মিনিটে বের্নার্দো সিলভার দূরপাল্লার শট ছুঁয়ে যায় ক্রসবার, সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয় সিটির। পাঁচ মিনিট পর দলকে সমতায় আনে লাপোর্ত। কেভিন ডে ব্রুইনের ফ্রি-কিকে ছুটে গিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close