ক্রীড়া প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২২

তামিমের সমস্যা জানতে চান সুজন

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (গতকাল) কোনো ম্যাচ ছিল। টানা দুদিন খেলা চলার পর গতকাল ছিল ‘রেস্ট ডে’। বিশ্রামের দিনে সারা দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল। পরশু রাতে সংবাদমাধ্যমকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর ফিরতে চান না তামিম। কেন ফিরতে চান না তিনি? উত্তর মেলেনি তামিমের পক্ষ থেকে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানতে চান তামিমের সমস্যাটা।

গতকাল মিরপুরে ফরচুন বরিশালের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যকে সুজন বলেন, ‘বায়ো বাবলের মধ্যে আছি। আমি চাই না ফোনে কথা বলতে। সামনাসামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সঙ্গে খেলা আছে। খেলা শেষে পারলে কথা বলব, আসলেই ওর সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে, যেসব ছোটখাটো সমস্যা আছে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ইগোস্টিক থাকে, অনেক সময় হয়ে যায়। অনেক সময় ছোটখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করব।’

তামিমের এমন সিদ্ধান্তের কথা শুনে অবাক হয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর এবং বিপিএলের দল ফরচুন বরিশালের হেড কোচ সুজন। সুজন বলেন, ‘একটু তো অবাকই আমি। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম, কেন খেলবে না বা কারণ কী। তখন এত কথা হয়নি। আমি বলেছিলাম, আমি ফিরি আগে, তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’

সুজন আরো বলেন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর জায়গায় আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান কেউ রেডি আছে তা নয়। তারপরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’

গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফেরেন তামিম ইকবাল। সেখানে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না চোটের কারণে। নাম সরিয়ে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না।

তামিম সবশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালে, প্রায় দুই বছর আগে। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না তিনি। অনুরোধ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close