ক্রীড়া প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০২২

দলের দায়িত্ব ডমিঙ্গোর হাতেই

আরো কিছুদিনের জন্য নিশ্চিন্ত থাকার সুযোগ পেলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। প্রধান কোচ হিসেবে বিকল্প কারো নাম না থাকায় আপাতত ডমিঙ্গোকেই বাংলাদেশ দলের প্রধান কোচের আসনে বহাল রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সফর শেষে ডমিঙ্গো নিজ দেশে ফিরেছিলেন অনিশ্চয়তা নিয়ে। কারণ আফগানিস্তান সিরিজের আগে যে বিরতি আছে তাতে তার চাকরি হারানোর শঙ্কা ছিল। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, প্রধান কোচ হিসেবে এখনো ডমিঙ্গোই আছেন তাদের ভাবনায়, কারণ বিকল্প কারো নাম বোর্ডের হাতে নেই। গতকাল জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। হেড কোচ কিন্তু এখন হাতে নেই কয়েক দিন আগে সভাপতিও বলেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই কন্টিনিউ করছি।’

তবে প্রধান কোচ পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি এই শীর্ষস্থানীয় বোর্ড কর্তা। তিনি বলেন, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, তিনি (বিসিব সভাপতি) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। নির্বাচকের মতো পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

তবে জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ দলের কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা আছে বোর্ডের। এরই অংশ হিসেবে ব্যাটিং পরামর্শক হিসেবে আনা হচ্ছে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে। তিনি বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল এখন, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। সিডন্স আসবে আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’

বাংলাদেশ দলের পেস বোলিং কোচে হিসেবে আর দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসনকে। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গিবসন নিজেই জানিয়েছেন, বিসিবি সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চান না তিনি, খুঁজতে চান নতুন চাকরি। গিবসন অবশ্য একটি চাকরি এরই মধ্যে পেয়েও গেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের সহকারী কোচ ও ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

গিবসনের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, ‘ওর চুক্তি জানুয়ারিতে শেষ। ও বলেছে আমাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না, নতুন চাকরি নিবে। আমাদের নতুন বোলিং কোচের সন্ধানে নামতে হবে। এরই মধ্যে মাথায় আছে, চেষ্টা করছি। দেখা যাক পাই কি না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় অনেক সমালোচনা হয়েছে কোচিং প্যানেল নিয়ে। বিশেষ করে পেসারদের ব্যর্থতায় তোপের মুখে পড়তে হয়েছিল গিবসনকে। তবে গিবসনের চুক্তি নবায়ন না করার কারণ এসব সমালোচনা-এমনটি মানতে নারাজ জালাল ইউনুস। তিনি বলেন, ‘না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মন ভেঙেছে কি না বা সমালোচনা এসবে অভ্যস্ত কারণ তারা পেশাদার। কোনো কোচ আবেগপ্রবণ না। আমরা আবেগপ্রবণ হতে পারি, তবে তারা অনেক পেশাদার। তারা জানে এমন পরিস্থিতি আসতে হবে, ভালো ফলাফল না-ও হতে পারে। তবে পেশাদারিত্বের দিক থেকে তারা অনেক দৃঢ়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close