ক্রীড়া ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২১

শেষ ষোলোতে ম্যানইউ-চেলসি

টালমাটাল ম্যানচেস্টার ইউনাইটেডকে পথ খুঁজে দিতে ত্রাণকর্তা হওয়ার কথা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোরই। তিনি হলেনও সেটি। চ্যাম্পিয়ন্স লিগ এলেই হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। গোল করলেন, দলকে ম্যাচ জেতালেন, হলেন ম্যাচসেরাও।

প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পৌঁছে গেছে শেষ ষোলোতে। ভারপ্রাপ্ত কোচ মাইকেল কেরিকের অধীনে এদিনই প্রথম খেলতে নেমেছিল ইংল্যান্ডের ক্লাবটি। এর আগে ওলে গানার সোলশেয়ারকে বরখাস্ত করে তারা।

ইউনাইটেডে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ম্যাচ খেলেছেন রোনালদো। সব ম্যাচেই গোল পেয়েছেন তিনি। ভিয়া রিয়ালের বিপক্ষে আরেকটি গোল করেছেন জর্ডান সাঞ্চো। ওয়ার্ডফোর্ডের বিপক্ষে ৪-১ গোলে আগের ম্যাচে হেরেছিল ইউনাইটেড।

ওই ম্যাচের একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামেন ভারপ্রাপ্ত কোচ মাইকেল কেরিক। প্রথমার্ধে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেলে। সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। গোলশূন্য স্কোর রেখে বিরতিতে যায় দুই দল।

অপরদিকে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে সফরকারী জুভেন্টাসকে রীতিমতো বিধ্বস্ত করেছে চেলসি। ইতালিয়ান জায়ান্টদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close