ক্রীড়া প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২১

পর্দা উঠছে আজ

দেশের ফুটবলের পাইপ লাইন শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তৃতীয়বারের মতো আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপ টুর্নামেন্ট। বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে পল্টনের আউটার স্টেডিয়ামে শুরু হবে তৃণমূল ফুটবল ইতিহাসের দেশ সেরা এ আয়োজন।

আজ দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আজ শুরু হয়ে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ১০ দিনব্যাপী এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টে অংশ নিতে সারা দেশ থেকে ২৫টি অ্যাকাডেমি আবেদন করেছিল। তবে সব দিক বিচার বিশ্লেষণ করে ১২টি অ্যাকাডেমিকে বাছাই করা হয়েছে। আগের দুই আসরে অংশ নেওয়া কোনো অ্যাকাডেমিকে এবার রাখা হয়নি। প্রতি বছর নতুন নতুন অ্যাকাডেমি থেকে তরুণ ফুটবলার বেছে নেওয়ার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close