ক্রীড়া ডেস্ক

  ২৩ নভেম্বর, ২০২১

গ্রানাডাকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল রিয়াল মাদ্রিদ। পরশু রাতে লিগ ম্যাচে গ্রানাডার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। একটি করে গোল করেন মার্কো আসেনসিও, নাচো ফের্নান্দেস, ভিনিসিউস জুনিয়র ও ফেরলঁদ মঁদি। ছয় মিনিটের মধ্যে দুই গোল হজমের পর গ্রানাডা ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানের হারে। এই বড় জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ডি-বক্সে খুঁজে পায় আসেনসিওকে। বাইলাইনের কাছ থেকে এই স্প্যানিয়ার্ডের কাট-ব্যাকে করিম বেনজেমার শট ঠেকান ডিফেন্ডার সানচেস। ১৯ মিনিটে টনি ক্রুসের পাস ধরে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন আসেনসিও। তার শট এগিয়ে আসা গোলরক্ষকের গায়ে লেগে জাল খুঁজে নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close