ক্রীড়া ডেস্ক

  ২২ নভেম্বর, ২০২১

জাভির অভিষেক ম্যাচে বার্সার জয়

লিওনেল মেসি চলে যাওয়ার সঙ্গে যেন চলে গিয়েছিল ন্যু ক্যাম্পের প্রাণটাও। সে প্রাণটা ফিরল অবশেষে ঘরের ছেলে জাভির কোচ হয়ে ফেরার পর। গ্যালারিতে উপস্থিত দর্শকরা জাভি উন্মাদনায় মাতিয়ে রাখলেন গ্যালারি।

সমর্থকদের এমন উচ্ছ্বাসটা বার্সেলোনাও মিইয়ে যেতে দেয়নি। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে জিতেছে কাতালান ডার্বি। যদিও এ জয়ে মিশে আছে কিছুটা বিতর্কও। পেনাল্টি থেকে পাওয়া গোলে জিতেছে বার্সা। বিতর্ক উঠেছে এ নিয়েই।

ম্যাচের আগে বার্সেলোনা টানা চার ম্যাচ জয়শূন্য ছিল। রিয়াল মাদ্রিদের কাছে হারের পর রায়ো ভায়েকানোর বিপক্ষেও হেরেছিল কাতালানরা। যে হারে চাকরি চলে গিয়েছিল রোনাল্ড কোম্যানের। এরপরের দুই ম্যাচে অবশ্য অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বেরহুয়ানের অধীনে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছিল দলটি। তবে দুটি ম্যাচই ড্র করেছিল, জয় আর পাওয়া হয়নি। সে বৃত্ত থেকেই বার্সা বেরিয়ে এসেছে এবার।

জাভি আসায় যেন বার্সেলোনায় যেন বৈপ্লবিক পরিবর্তনই এসেছে। আগের ম্যাচে যেখানে এসেছিলেন মাত্র ৩৭ হাজার দর্শক, যেখানে বার্সার ডেরায় হাজির ছিলেন ৭৪ হাজারের বেশি দর্শক। শুরু থেকেই নতুন কোচের নাম ধরে চিৎকারে কান পাতা দায় ছিল ন্যু ক্যাম্পে।

পরিবর্তন এসেছিল আরো একটা। বার্সেলোনার শুরুর একাদশে এদিন সুযোগ পেয়েছিলেন লা মাসিয়ার আট ফুটবলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close