ক্রীড়া প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০২১

ঢাকায় পাকিস্তান টেস্ট দল

বাংলাদেশ সফরে বিশ্বকাপের ফর্মটাই ধরে রেখেছে পাকিস্তান। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি।

টেস্ট খেলতে পাকিস্তান টেস্ট দলের ১৪ জনের বহর গতকাল বিকাল ৫টার দিকে ঢাকায় এসে পৌঁছায়। টি-টোয়েন্টি সিরিজ শেষেই বাবর আজমরা টেস্ট দলে আজহার আলী, ইমাম উল হক, ফাওয়াদ আলমদের সঙ্গে যোগ দেবেন।

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। পরে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর।

পাকিস্তানের টেস্ট দল

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহম্মেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মেহমুদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close