ক্রীড়া ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০২১

‘এমবাপ্পের চেয়ে দেম্বেলে ভালো’

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভাবা হয় কিলিয়ান এমবাপ্পেকে। তাকে দলে টানার জন্য মুখিয়ে আছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। কিন্তু সেই খেলোয়াড়ের চেয়ে বার্সেলোনার তরুণ উসমান দেম্বেলেকে আরও বেশি কমপ্লিট খেলোয়াড় মনে করেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা সার্জ নাব্রি। অথচ ফুটবল ক্লাব বার্সেলোনার জন্য অন্যতম হতাশার নাম দেম্বেলে। কাতালান ক্লাবটিতে যখন যোগ দেন তখন শিরোনাম হয়েছিলেন ক্লাবের সর্বোচ্চ সাইনিংয়ের কারণে। পরেও প্রায় নিয়মিতই শিরোনাম হয়েছেন। তবে যত না তার খেলার কারণে, তার চেয়ে বেশি ইনজুরির কারণে। অনেকেই তাকে ডাকেন চলন্ত হাসপাতাল বলে। অন্যদিকে এমবাপ্পে এরই মধ্যে অনেক কীর্তি গড়েছেন। মোনাকো থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর জিতেছেন একাধিক লিগ শিরোপা। মেসি-নেইমার থাকা সত্ত্বেও চলতি মৌসুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা তিনিই। কিন্তু তারপরও দুই খেলোয়াড়ের তুলনায় দেম্বেলেকেই এগিয়ে রাখেন নাব্রি। সম্প্রতি অ্যামাজন প্রাইমের একটি টিভি ডকুমেন্টারিতে এ জার্মান তারকার সঙ্গে অংশ নেন থমাস মুলার ও ইয়াসুয়া কিমিখ। এতে এক পর্যায়ে নাব্রি বলেছেন, ‘এমবাপের চেয়ে দেম্বেলে অনেক বেশি ভালো খেলোয়াড়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close