ক্রীড়া ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০২১

অনিশ্চিত ডি কক

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড নিয়ে গত দুই-তিন বছরে বিতর্ক কম হয়নি। এবি ডি ভিলিয়ার্সের অবসর থেকে ফিরে আসতে চাওয়া, বোর্ডের না করে দেওয়াসহ আরো অনেক বিষয়ে বিতর্কিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক দলে না থাকায় অনেক গুঞ্জন তৈরি হয়েছে। বিশ্বকাপে আর দেখা যাচ্ছে না এই ব্যাটসম্যানকে? চলতি বিশ্বকাপে খেলার প্রথম বল শুরুর আগে ক্রিকেটারদের হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ সমর্থন করা হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই এ কাজটি সব দল করে আসছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডি ককসহ কোচিং স্টাফের কয়েকজন সদস্য হাঁটু গেড়ে সংহতি জানাননি। এ বিষয় নিয়ে অনেক সমালোচনার তৈরি হয়েছে। এনিয়ে পরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একটি বিজ্ঞপ্তি দিয়েছে। গত কয়েক বছর আগে প্রোটিয়া বোর্ডের অন্তর্বর্তীকালীন বিষয়ের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারতেন কাগিসো রাবাদারা। নেলসন ম্যান্ডেলার দেশে কৃষাঙ্গদের জন্য লড়াই সব মানুষের মন থেকে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close