ক্রীড়া প্রতিবেদক

  ২৪ অক্টোবর, ২০২১

‘ক্রিকেটের দিকেই নজর দিতে চাই’

টি-টোয়েন্টি বিশ্বকাপ আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাহমুদউল্লাহদের কঠিন পরীক্ষা। তবে ম্যাচ শুরুর আগে সমালোচনার ঝড়ে বাংলাদেশ দলে অনেকটাই থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো এসব সমালোচনা নিয়ে মোটওে ভাবছেন না।

গতকাল প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আমি শুধু ক্রিকেটের দিকেই নজর দিতে চাই। দলের বাইরে কী বলা হলো, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই। কালকের ম্যাচে খেলোয়াড়েরা কীভাবে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে, সেটার দিকেই নজর দিচ্ছি আমরা।’

তিনি জানিয়েছেন খেলোয়াড়দের সমালোচনা থেকে দূরে রাখাই তার কাজ। ডমিঙ্গো বলেছেন, ‘কোচিংয়ের দায়িত্বে থাকলে খেলোয়াড়দের নজরটা মাঠের দিকে রাখাটা কাজেরই অংশ। অন্যদিকে কী হচ্ছে, সেসব নিয়ে কী লেখা বা বলা হচ্ছে এসব নিয়ে কিছু করার নেই। আমাদের নজর এখন নিজেদের পারফরম্যান্সের দিকে, সেদিকে আমরা কতটা নজর দিচ্ছি, নিজেদের মূল্যায়ন কেমন, কোথায় উন্নতি করতে হবে। এর বাইরের জিনিস নিয়ে চিন্তা করলে আমাদের নজর সরে যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close