ক্রীড়া ডেস্ক

  ২৪ অক্টোবর, ২০২১

ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তান ও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। দুবাইতে কোহলি-বাবর আজমদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানে বারুদেমাখা টান টান উত্তেজনাপূর্ণ খেলা।

ভারত আর পাকিস্তানের দর্শকরা তো বটেই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই দিন ভারত ও পাকিস্তান দুই দলে ভাগ হয়ে খেলা দেখে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ এবারের টি-টোয়েন্টি আসরের সবচেয়ে মূল্যবান ম্যাচ হতে চলছে। আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আগেই জানিয়েছিল টিকিট বিক্রির ১ ঘণ্টার মধ্য পাকিস্তান বানম ভারতের ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল। ভারত-পাকিস্তান লড়ায় মানেই ক্রিকেটের রাজনৈতিক লড়াই- এমন একটা কথাও প্রচলিত আছে। তবে আসলেই কি তাই? ক্রিকেট কে ক্রিকেটের জায়গায় রাখা ভালো। তবে দুই দেশের মধ্যে চলা রাজনৈতিক অসন্তোষ ও ভারত-পাকিস্তান ম্যাচের আগে কাজ করে। তবে আইসিসির কোনো ইভেন্টে ভারত-পাকিস্তান লড়াই মানে ভারতের জয়জয়কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে ভারত বনাম পাকিস্তানের। সব ম্যাচই ভারত জিতেছে। এর মধ্যে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচটি টাই হলে পরবর্তীতে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। পরিসংখ্যানের হিসেবে পাকিস্তান থেকে এগিয়ে ভারত। তবে পরিসংখ্যান যায় বলুক না কেন, পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম বলেছেন, তিনি ভারতকে হারিয়ে সেমিফাইনালের যাত্রা শুরু করতে চান। শক্তির বিবেচনায় ভারত ও পাকিস্তান সমানে সমান। কারণ দুই দলে রয়েছে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো অনেক খেলোয়াড়। তবে ভারত বনাম পাকিস্তানের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কারা জিতবে তা জানা যাবে আজই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close