ক্রীড়া প্রতিবেদক

  ২৩ অক্টোবর, ২০২১

গঠনমূলক সমালোচনা চান মাহমুদউল্লাহ

সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো। আমরাও অনুভব করি। বাংলাদেশের জার্সিটা যখন আমরা গায়ে দেই তখন আমাদেরও ওই অনুভূতি হয় আমরা দেশের জন্য কতটুকু করি। -মাহমুদউল্লাহ রিয়াদ টি-২০ অধিনায়ক, বাংলাদেশ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বড় এক ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। ম্যাচের আগে অনেকটা ঘোষণা দিয়েই প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল আইসিসি সহযোগী স্কটল্যান্ড। সে ম্যাচে ১৪১ রান তাড়া করতে নেমে ৬ রানে হারে মাহমুদউল্লাহর দল। আর এই পরাজয় বাংলাদেশকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। সমালোচনার ঝড়ে ক্রিকেটারদের মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল; এমনকি বিসিবি সভাপতিও প্রকাশ্যে সমালোচনা করেন। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিতের পর সে ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সে সঙ্গে তিনি জানিয়েছেন, দলের পরাজয়ে গঠনমূল সমালোচনাই যেন করা হয়।

স্কটল্যান্ডের বিপক্ষে রান তাড়ার মিশনে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ইনিংসের প্রায় ১৫ ওভার ব্যাটিং করেছিলেন। কিন্তু দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তারা। যেখানে তাদের ধীরগতির ব্যাটিং সবার চোখে পড়েছিল। সেটিই ছিল হারের মূল কারণ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও পরদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, সিনিয়র ত্রয়ীর করা ৩, ৪, ৫ নম্বর পজিশনের ব্যাটিংয়ের কারণে হেরে যায় বাংলাদেশ। এমন হারে বিষাদে ঢেকে গেছে দেশ। কারণ স্কটিশদের কাছে বাংলাদেশের হার কারোই কাম্য ছিল না।

ম্যাচের পর সমালোচনার মুখে পড়ে গোটা দল। বিশেষ করে তিন সিনিয়র ক্রিকেটারের প্রসঙ্গটি বেশি উঠে এসেছে। কিন্তু এসব ভালো লাগেনি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর। ভালো লাগার কথাও নয়। পরশু সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে এসেই যেন খোলস ছেড়ে বের হয়ে এলেন মাহমুদউল্লাহ। সদা হাস্যোজ্জ্বল অধিনায়কের মুখে ম্যাচ জয়ের পরও ছিল না কোনো হাসি। এসেই ক্ষোভ ঝাড়লেন সবার উপর। সমালোচনায় দলকে ছোট করা হয়েছে বলে দাবি তার, যা পছন্দই হয়নি তার। বিসিবি সভাপতি থেকে সংবাদমাধ্যমের সবার অবস্থান নিয়েই অসন্তুষ্ট অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেছেন, ‘আজকে ভালো খেলছি বলে সবার কাছে মনে হবে (দারুণ কিছু) আবার এক ম্যাচে খারাপ করলে হয়তো খুব বেশি করে সমালোচনা শুরু হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করছি, দল হিসেবে যেন ভালো পারফর্ম করতে পারি। এই ফরম্যাটে ওঠা-নামা (পারফরম্যান্সের) সবসময়ই থাকবে। ভালো-খারাপ দিন আসবে। দলের মধ্যে স্থিরতা থাকলেই আমরা তা কাটিয়ে উঠতে পারব।’

হারের পর দলকে ছোট করায় হতাশ মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘শক্ত হওয়াটাই স্বাভাবিক। গত কয়েক দিনে... ঠিক আছে, আমরা মানুষ, আমরা ভুল করি। এ কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক নয়। এটা আমাদের দেশ। আমরা যখন খেলি, পুরো দেশ একসঙ্গে খেলি। এটা মাথায় থাকে সবসময়। আমাদের চেয়ে ফিলিংস কারও বেশি নয়, আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়। আমাদের সবার কাছেই খারাপ লেগেছে।’

মাহমুদউল্লাহ মনে করেন দলের পরাজয়ে সব ক্রিকেটারই কষ্ট পায়। আর এসব সমালোচনা তাদের অনুভূতিকে আরও বেশি করে আঘাত করে। তিনি বলেন, ‘স্পর্শ সবই করে। আমরা মানুষ। আমাদেরও অনুভূতি কাজ করে। আমাদের পরিবার আছে। আমাদের বাবা-মায়েরাও বসে থাকে টিভির সামনে। বাচ্চারাও বসে থাকে। তারাও মন খারাপ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন মানুষের হাতের নাগালে। সবার মোবাইলে আছে। সমালোচনা তো হবেই। আমরাও আশা করি, সমালোচনা হোক। খারাপ খেলেছি, অবশ্যই সমালোচনা হবে। কেন হবে না? কিন্তু সমালোচনার মাধ্যমে যদি কেউ কাউকে ছোট করে ফেলে, তখন সেটা খারাপ লাগে।’

সিনিয়রদের স্ট্রাইক রেট নিয়ে কথা বলায় আহত বোধ করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেছেন, ‘অনেক প্রশ্ন এসেছে। আমাদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট প্রসঙ্গে। আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি। চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আনতে পারিনি।’

মাহমুদইল্লাহ দলের পরাজয়ে সমালোচনা চান। তবে সে সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো। আমরাও অনুভব করি। বাংলাদেশের জার্সিটা যখন আমরা গায়ে দেই তখন আমাদেরও ওই অনুভূতি হয়- আমরা দেশের জন্য কতটুকু করি। সবারই ত্যাগ থাকে। কারও ব্যথা থাকে। কারও অনেক ইনজুরি থাকে। ওগুলো নিয়ে আমরা খেলি। দিনের পর দিন পেইন কিলার খেয়ে আমরা খেলি। পেছনের গল্পগুলো অনেকেই জানে না। এজন্য কমিটমেন্ট নিয়ে কখনও প্রশ্ন করা ঠিক নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close