ক্রীড়া প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০২১

আজ শুরু প্রিমিয়ার ডিভিশন হকি লিগ

প্রায় তিন বছর পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ হকি। ২০১৮ সালের পর আর মাঠে ছিল না দেশের হকি। মৌসুমের শুরুতে ক্লাব কাপ আয়োজনের পর আজ থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ হকি। যেখানে অংশ নিচ্ছে ১২টি দল।

করোনার মাঝে ক্রিকেট, ফুটবলের লিগ চললেও দেশের অন্যতম ডিসিপ্লিন হকি পিছিয়ে আছে বেশ খানিকটা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি টাকা অনুদানের পর তিন বছর পর মাঠে গড়িয়েছে দেশে হকি। ক্লাব কাপের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। আজ শুরু হয়ে গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের শীর্ষ পাঁচ দল নিয়ে হবে সুপার ফাইভ রাউন্ড। যা শুরু হবে ১৮ বা ১৯ নভেম্বর এবং শেষ হবে ২৫ বা ২৬ নভেম্বরে। গ্রুপ পর্বের কোনো পয়েন্ট সুপার ফাইভে যোগ হবে না। গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ। দুপুর ২টা, বিকাল ৪টা এবং সন্ধা ৬টায় হবে দিনের শেষ ম্যাচ। ক্লাব কাপ হকিতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জন্ম হয়েছিল আলোচনা-সমালোচনার। তবে লিগে এই সমালোচনা দূর করার জন্য তিনজন বিদেশি আম্পায়ার আনা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close