ক্রীড়া প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০২১

দেশে ফিরল জামালরা

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠার বাঁচা-মরার ম্যাচে নেপালের বিপক্ষে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে পেনাল্টিতে গোল হজম করে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আগামী সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবস্থা করার দাবি জানালেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্ব ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ইউরোপ,আমেরিকাসহ সব মহাদেশেই এই প্রযুক্তি ব্যবহার করে রেফারিদের কাজ কিছুটা সহজ করে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় এই প্রযুক্তির ব্যবহার নেই বললেই চলে। সাফের বাঁচা-মরার ম্যাচে উজবেকিস্তানের রেফারির এক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে যায়। যে সিদ্ধান্তে পেনাল্টি পায় নেপাল। কিন্তু রেফারির এই সিদ্ধান্ত মানতে পারেনি বাংলাদেশ। পরশু শেষ হয়েছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের ফাইনালে না খেলতে পারলেও ফাইনালের পরের দিন গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘ওই সিদ্ধান্ত আসলে মেনে নেওয়ার মতো না কিন্তু রেফারির ওপর আমাদের পূর্ণ সম্মান রয়েছে। আমাদের দাবি, আগামী সাফ থেকে যেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ব্যবস্থা রাখা হয়।’ রেফারির বিষয়টি নিয়ে এরই মধ্যে এএফসি নিকট চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমনটা জানালেন জাতীয় দলের হয়ে ম্যানেজারের দায়িত্বে মালদ্বীপে যাওয়া সত্যজিত দাস রুপু। তিনি আরো বলেন, ‘আমরা ফাইনালের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত যেতে পারিনি। রেফারির সিদ্ধান্ত নিয়ে এখন আর কিছু বলতে চাই না। আমরা রেফারির বিষয় নিয়ে এএফসির নিকট চিঠি পাঠিয়েছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close