ক্রীড়া ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০২১

নেপাল কোচের পদত্যাগ

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পা দিয়েছে হিমালয়ের দেশ নেপাল। বাংলাদেশকে ১-১ গোলে রুখে দিয়ে ইতিহাস গড়েছে দেশটি। নেপালকে ফাইনালে নেওয়ার পেছনে বড় অবদান রেখেছেন নেপালের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি।

দলকে ফাইনালে নিয়েছেন সেজন্য উল্লাস করার কথা এই কোচের কিন্তু তা না করে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে জানালেন আর থাকছেন নেপালের প্রধান কোচের দায়িত্বে। ফাইনাল ম্যাচের পর ফিরে যাবেন কুয়েতে, ফিরবেন না আর নেপালে। সবার মধ্যে প্রশ্ন জেগেছে, কী কারণে তার এমন সিদ্ধান্ত? পরে নিজেই জানালেন, তিনি নাকি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত এমন অভিযোগ করেছে নেপালের মিডিয়াগুলো। তাই আর ফিরবেন না।

তিনি আরো বলেন, ‘আমি এক মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার তার বাস্তবায়িত হবে।’ তিন ম্যাচে দুই জয়, এক ড্র এবং এক হারে সাত পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে নেপাল। ফাইনালে নেপালের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close