ক্রীড়া ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০২১

ভারতকে হুমকি বাবরের

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলার অভিজ্ঞতা নেই তার। টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে সেই বাবর আজমের অভিষেক হচ্ছে এবার। তাও আবার দলের অধিনায়ক হিসেবে। প্রথম ম্যাচে কাদের মুখোমুখি হবেন জানেন? ভারতের, যে দলের বিপক্ষে টি-টোয়েন্টি হোক, কিংবা ওয়ানডে, কোনো ফরম্যাটের বিশ্বকাপেই যে কখনো জিততে পারেনি পাকিস্তান। সেই ভারতকেই কি না প্রথম দেখাতেই হারিয়ে দেওয়ার হুমকি দিয়ে রাখলেন তিনি!

ভারত ম্যাচের আগে চাপটা বেশ। তবে গোটা বিশ্বকাপেও কী চাপটা কম থাকবে দলের ওপর? বাবর জানালেন সেটাই। বললেন, ‘প্রত্যেকটা ম্যাচের চাপ, তীব্রতা, বিশেষ করে প্রথম ম্যাচটায় কেমন থাকবে, সেটা আমরা জানি।’

সেই চাপকে জয় করলে তবেই না হাসি ফুটবে অধিনায়ক বাবরের মুখে। বাবর আজম সে আশাতেই বুক বাঁধলেন, ভারতকে হারানোর প্রত্যয় জানালেন। বললেন, ‘আশা করছি, প্রথম ম্যাচটা জিততে পারব আমরা, আর এই ম্যাচে পাওয়া মোমেন্টামটা সামনেও ধরে রাখতে পারব।’

এ আশার পেছনে কারণটাও দেখালেন বাবর। তার কথা, ‘বিশ্বকাপ শুরুর আগে দলের বিশ্বাস, আর আত্মবিশ্বাসটা বেশ গুরুত্বপূর্ণ। দল হিসেবে এখন আমাদের আত্মবিশ্বাস আর মনোবলটা বেশ উঁচুতে অবস্থান করছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close