ক্রীড়া প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০২১

সুজনের স্বপ্ন সেমিফাইনাল

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসর শুরুর আগে প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। বাংলাদেশ দলও অনুশীলন ক্যাম্প আর প্রন্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে খেলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন আশা করেন বাংলাদেশ এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগেভাগেই ওমানে গিয়েছেন মাহমুদউল্লাহরা। সেখানে অনুশীলন করে এরই মধ্যে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছে। প্রস্তুতির কোনো ঘাটতি রাখেনি টিম ম্যানেজমেন্ট। গতকাল সাংবাদিকদের সুজন বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি। অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় টিম থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব এটা এমন একটা সংস্করণ- যে কেউ এখানে হারাতে পারেন।’

এবারের বিশ্বকাপ দলে অভিজ্ঞদের পাশাপাশি তারুণরাও রয়েছেন। তাই বিসিবির এই পরিচালকের প্রত্যাশাটাও বেশি। সুজন মনে করেন সাকিব-মুশফিকদের পাশাপাশি লিটন-নাঈমরাও যদি নিজেদের সেরা দিতে পারে তবে বাংলাদেশকে আটকানো কঠিন হবে। ‘আমরা এর আগে ভারতের বিপক্ষে এই সংস্করণে জিততে জিততে হেরেছি। জেতা ম্যাচও আমরা হেরেছি। বারবার তো আমরা একই ভুল করব না। আমার টিমে সিনিয়র প্লেয়ার আছে মুশফিক, সাকিব, রিয়াদ, মুস্তাফিজ। আমি বলব লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখ জ্বলে উঠলে আমাদের আটকানো মুশকিল হবে।’

শুধু বর্তমান বিশ্বকাপ নয় সুজনের ভাবনায় রয়েছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। কীভাবে কোন পরিকল্পনায় বাংলাদেশ এগোবে সেটা নিয়েও নির্বাচেকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ‘আমার ফোকাস আগামী দুই বছরে। পরের দুই বছরে বাংলাদেশ আবার চ্যম্পিয়ন হবে এই উদ্দেশ্যে কাজ করব। সেটা আমি কোচদের বলেছি। পরবর্তী দুই বছরে যাতে আমরা এমনভাবে প্রস্তুত হতে পারি যাতে বিশ্বকাপের জন্য ফাইট করতে পারি। নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, কীভাবে সামনে আমরা ওয়েল ফরওয়ার্ড হবো টিমটাকে নিয়ে। পরিকল্পনা তো আছেই, বাকিটা আল্লাহ ভরসা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close