ক্রীড়া প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০২১

লেগ স্পিনার বাধ্যতামূলক করছে বিসিবি

বাংলাদেশে বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলা শুরু হয় অনূধর্ব-১৮ পর্যায়ে গিয়ে। ক্রিকেটাররা ইয়ুথ ক্রিকেট লিগে (ওআইসিএল) ২-৩ দিনের ম্যাচ ও ওয়নাডে খেলেন। বিসিবি অনূর্ধ্ব-১৪, ১৬ পর্যায়েও দীর্ঘ পরিসরের ম্যাচ আয়োজনের চিন্তা করছে। পাশাপাশি প্রতিটি দলে বাধ্যতামূলকভাবে লেগ স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।

গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। ‘আমরা চিন্তা করেছি যে আমরা তো ১৮ তে গিয়ে ওআইসিএলটা খেলি, কিন্তু আমরা ১৪ কিংবা ১৬তে এখন থেকে ২-৩ দিনের ম্যাচগুলা খেলার চেষ্টা করবো। ওআইসিএল আমরা ১৬তে তিন দিন এবং ১৪তে দুই দিনের ম্যাচ করবো।’ বাংলাদেশ দল দীর্ঘ দিন ধরে ভালো লেগ স্পিনারের সন্ধান করেও পাচ্ছে না। তাই ওআইসিএলে লেগ স্পিনার খেলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন সুজন। যুব দল থেকেই পরিচর্যার মাধ্যমে লেগ স্পিনার গড়ে তোলার পরিকল্পনা সুজনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close