ক্রীড়া প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

ফিটনেস টেস্টে অজুহাত নয়

প্রথম শ্রেণির সর্বোচ্চ দুই টুর্নামেন্টের জন্য বিগত বছরগুলোতে বাংলাদেশের ক্রিকেটে বাধ্যতামূলক ছিল ফিটনেস টেস্ট। যদিও ক্রিকেটারদের অনেকে অভিযোগ জানাতেন হুট করে ঘোষণা করায় ফিটনেস টেস্ট দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতির সময় পাননি তারা।

এবার অবশ্য সেই সুযোগ থাকছে না। নির্বাচনের আমেজের মধ্যেই ক্রিকেট পাড়ায় চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রস্তুতি। প্রাথমিক দল সাজানোর পর নির্বাচকরা প্রায় মাসখানেক সময়ও দিয়েছেন দলগুলোকে। মূল স্কোয়াড ঘোষণার আগে ক্রিকেটাররা তাই যথেষ্ট সুযোগ পাচ্ছেন ফিট হয়ে ওঠার জন্য এমনই দাবি নির্বাচন হাবিবুল বাশার সুমনের।

জাতীয় লিগ আয়োজনের প্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রক্রিয়া ভালো করেই চলছে। আমরা একটু সময় নিয়েই এনসিএল শুরু করছি। দলগুলোকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে। সাধারণত দলগুলো প্রস্তুতির খুব একটা সময় পায় না। এবার প্রায় এক মাস সময় থাকছে।’

বাশার জানিয়েছেন, ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে আগামী ১ অক্টোবর। সেখানে উত্তীর্ণদের নিয়ে সাজানো হবে চূড়ান্ত স্কোয়াড।

তার ভাষায়, ‘২০-২২ সদস্যের একেকটি প্রাথমিক দল করে দেওয়া হয়েছে। তাদের এখন ফিটনেস ট্রেনিং চলছে। ১ তারিখ ফিটনেস টেস্ট হবে। আগেরবার অনেকে ফিটনেস টেস্টের আগে নিজেকে প্রস্তুত করার সুযোগ পায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close