ক্রীড়া প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

হংকংয়ের জালে সাবিনাদের ৫ গোল

শেষ ভালো যার সব ভালো তার। উজবেকিস্তানে বাংলাদেশ মহিলা ফুটবল দলের সেই শেষটা ভালোই হলো। গতকাল উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ সাবিনারা হংকংকে ৫-০ গোলে হারিয়েছে। পাঁচ গোলের মধ্যে চার গোলই অধিনায়ক সাবিনা খাতুনের। ম্যাচের ১৮ মিনিটে তহুরা খাতুন গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৩ মিনিটে সাবিনা নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা।

৮৫ মিনিটে সাবিনা আরেক গোল করলে বাংলাদেশ ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। হংকং নারী ফুটবলে বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। হংকং বাংলাদেশের বিপক্ষে কোন একাদশ খেলিয়েছে সেটা এখনো জানা যায়নি। বাংলাদেশ ও হংকং দুই দলই এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান গিয়েছিল। দুই দল ভিন্ন দুই গ্রুপে খেলেছিল। দুই দলই চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়। বাংলাদেশ জর্ডান ও ইরান দুই দলের বিপক্ষেই ০-৫ গোলের ব্যবধানে হারে। অন্য দিকে হংকং ফিলিস্তিনের বিপক্ষে হারলেও নেপালের বিরুদ্ধে ড্র করেছিল। দুই দল দেশে ফেরার আগে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে। দুই দেশের ফেডারেশন সম্মত হওয়ায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ৫

হংকং ০

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close