ক্রীড়া ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

মোটা অঙ্কের জরিমানা মরগানের

একপেশে লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দেওয়ার পর দুঃসংবাদ শুনতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। মন্থর ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে তাদের অধিনায়ক ওয়েন মরগানকে। শাস্তি পাচ্ছেন দলটির একাদশে থাকা বাকি ক্রিকেটাররাও।

আইপিএলে বৃহস্পতিবার রাতে আবুধাবিতে শিরোপাধারী মুম্বাইকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বোলিং শেষ করে তারা। তাই ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে তারকা ইংলিশ ব্যাটসম্যান মরগ্যানকে।

চলতি আসরে দ্বিতীয়বারের মতো মন্থর ওভার রেটের শাস্তি জুটেছে কলকাতার। তাই অধিনায়ক মরগানের জরিমানার অঙ্ক এত বড়। দলটির একাদশের বাকিদের ম্যাচ ফির ২৫ শতাংশ কিংবা ৬ লাখ রুপি মধ্যে অঙ্কে যেটা কম আসে, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

আইপিএলের মন্থর ওভার রেটের শাস্তির নিয়ম অনুসারে, কোনো দল তৃতীয়বার একই অপরাধ করলে ৩০ লাখ রুপি জরিমানা করার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধ করা হবে অধিনায়ককে। আর একাদশে থাকা বাকিদের ম্যাচ ফির ৫০ শতাংশ বা ১২ লাখ রুপি জরিমানা গুণতে হবে।

টস হেরে ব্যাটিংয়ে নামা রোহিত শর্মার মুম্বাই ৬ উইকেটে তোলে ১৫৫ রান। জবাবে কলকাতা লক্ষ্য পেরিয়ে যায় ২৯ বল বাকি রেখে। দলটির জয়ে ৩০ বলে ৫৩ রান করেন ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। তিনে নামা রাহুল ত্রিপাঠি ৪২ বলে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন।

এই জয়ে আইপিএলের পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে কলকাতা। নয় ম্যাচে তাদের অর্জন ৮ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকা মুম্বাই রয়েছে ষষ্ঠ স্থানে। নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেও কলকাতার একাদশে ঠাঁই হয়নি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আগের ম্যাচে তাকে ছাড়াই ৯ উইকেটে জিতেছিল দলটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close