ক্রীড়া ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রে পদক হারালেন রোমান সানা

২০১৯ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন রোমান সানা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের আসরে সেই পদক হারিয়েছেন বাংলাদেশের সেরা আর্চার। ছেলেদের রিকার্ভ এককের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন রোমান। ৬-০ সেট পয়েন্টে হেরেছেন ইতালির ফেদেরিকো মুসোলেসির কাছে।

এই ইভেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো করেছেন হাকিম আহমেদ রুবেল। প্রথম রাউন্ডে রুবেল ৬-৪ সেট পয়েন্টে হারান চেক প্রজাতন্ত্রের মাইকেল হাওলেককে। দ্বিতীয় রাউন্ডে ৭-৩ সেট পয়েন্টে জেতেন চিলির সোটো রিকার্ডোর বিপক্ষে। আর তৃতীয় রাউন্ডে এসে নেদারল্যান্ডসের উইলার স্টিভের কাছে ৪-৬ সেট পয়েন্টে হারতে হয়েছে তাকে।

রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে ৬-২ সেট পয়েন্টে পর্তুগালের লুইস গনকালভেসের বিপক্ষে জিতেছেন। তবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর লুইস আলভারেজের কাছে রামকৃষ্ণ হারেন ৪-৬ সেট পয়েন্টে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close