ক্রীড়া ডেস্ক

  ২১ সেপ্টেম্বর, ২০২১

রিয়ালের জয়

ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাতে মনে হচ্ছিল আরো একবার ভ্যালেন্সিয়ার মাঠে হোঁচট খেতে যাচ্ছে দলটি। কিন্তু এরপর তিন মিনিটের ব্যবধানে করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের দারুণ বোঝাপড়ায় দুটি গোল আদায় করে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। তাতে শীর্ষে ফিরে এলো লস ব্লাঙ্কোসরা।

মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

৬১ শতাংশ বল পায়ে রেখে এদিন ১৮টি শট নিয়েছিল রিয়াল। তবে লক্ষ্যে ছিল কেবল ৪টি। অন্যদিকে ১২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে ভ্যালেন্সিয়া।

ম্যাচের শুরুতে অবশ্য রিয়ালকে চেপে ধরেছিল স্বাগতিকরা। তবে গোল করার প্রথম সুযোগটা পায় রিয়ালই। একাদশ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফেদে ভালভেরদের শট ঝাঁপিয়ে ঠেকান ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি।

পরের মিনিটেই বড় ধাক্কা খায় ভ্যালেন্সিয়া। চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কার্লোস সলের। আট মিনিট পর আরেক ডিফেন্ডার তনি লাতোও মাঠ ছাড়েন একই কারণে। অবশ্য এর তিন মিনিট পর রিয়ালের দানি কারভাহালও চোট পেয়ে মাঠ ছাড়েন।

২৩ মিনিটে হ্যাজার্ডের প্রচেষ্টা ব্যর্থ করেন এক ভ্যালেন্সিয়া ডিফেন্ডার। আট মিনিট পর কাসেমিরো দূরপাল্লার শট ঝাঁপিয়ে লুফে নেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close