ক্রীড়া ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২১

ঘরের মাঠে হোঁচট সিটির

নিজেদের মাঠে আগের তিনটি লিগ ম্যাচের প্রতিটিতে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল পাঁচবার করে। সেই ম্যানচেস্টার সিটি এবার গোলের দেখাই পেল না। এমনকি লক্ষ্যে শটই রাখতে পারল স্রেফ একটি। পেপ গার্দিওলার দলকে রুখে দিয়ে পয়েন্ট নিয়ে ফিরল সাউথ্যাম্পটন। ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৬টি শট নেয় সিটি। তাদের যে একটি শট লক্ষ্যে ছিল। সেটিও নির্ধারিত ৯০ মিনিটের পরে। সাউথ্যাম্পটনের ১০ শটের দুটি লক্ষ্যে ছিল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত বুধবার লাইপজিগের বিপক্ষে ৬-৩ গোলে জয়ের পর সমর্থকদের আরো বেশি মাঠে আসার অনুরোধ জানিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সিটির কোচ গার্দিওলা।

তার ডাকে সমর্থকরা মাঠে এলো ঠিকই কিন্তু পারফরম্যান্স দিয়ে তাদের মন ভরাতে পারল না গতবারের লিগ চ্যাম্পিয়নরা। আসরে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল সিটি। টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে লিগ শুরুর পর ঘরের মাঠে নরিচ সিটির বিপক্ষে ৫-০, আর্সেনালের বিপক্ষে ৫-০ এবং লেস্টার সিটির মাঠে ১-০ গোলে জিতেছিল তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close