ক্রীড়া ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর, ২০২১

এবার সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেটে ঝড় যেন থামছেই না। সেই ম্যানচেস্টার টেস্ট থেকে শুরু করে কোহলির অধিনায়কত্ব হতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে পালাবদলের খেলা। এবার এই পালাবদলে নতুন সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন প্রধান কোচ রবি শাস্ত্রী।

শুধু শাস্ত্রী নয় পরিবর্তন আসতে পারে পুরো কোচিং স্টাফদের। ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে শাস্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপই কি তার শেষ টুর্নামেন্ট? এর উত্তরে তিনি বলেন, ‘আমিও সেটাই বিশ্বাস করি এটাই আমার শেষ টুর্নামেন্ট। আমি যা চেয়েছি, সেটাই পেয়েছি।’

কোহলিদের কোচ আরো বলেন, এই গ্রীষ্মের শুরুতে মাইকেল আথারটনের সঙ্গে কথা বলার সময়ে বলেছিলাম, আমার কাছে এটাই চূড়ান্ত- অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো এবং বর্তমান মহামারিকালে ইংল্যান্ডকে হারানো। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ এগিয়ে থাকা এবং যেভাবে লর্ডস এবং ওভালে খেলেছে ভারত, সেটা স্পেশাল।’

রবি শাস্ত্রী আরো বলেছেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে আমরা প্রতিটা দেশকে তাদের ঘরের মাঠে হারিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close