ক্রীড়া ডেস্ক

  ২২ জুন, ২০২১

ইউরো শেষ দেম্বেলের

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাকি অংশে উসমান দেম্বেলেকে আর পাবে না ফ্রান্স। হাঁটুর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) গতকাল ২৪ বছর বয়সি দেম্বেলের চোটের বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, পরশু রাতে বুদাপেস্ট হাসপাতালে করানো এক্স-রেতে চোট ধরা পড়ে। টুর্নামেন্টের হিসেবে তার সেরে ওঠার সম্ভাব্য সময় লম্বা হওয়ায় খেলোয়াড় ও দলের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে বার্সেলোনা তারকাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ দিদিয়ে দেশম।

গত শনিবার হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমেই আক্রমণে ভূমিকা রাখেন দেম্বেলে। কিন্তু পরে তাকে কিছুটা খুঁড়িয়ে চলতে দেখা যায়। এরপরই এক্স-রের পর আসে এই দুঃসংবাদ। দেশমের আক্রমণভাবে অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে, করিম বেনজেমাদের সঙ্গে আছেন অলিভিয়ে জিরুদ, উইসাম বেন ইয়েদের ও কিংসলে কোমান।

‘এফ’ গ্রুপের ‘মৃত্যুকূপে’ দুই রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ৩ করে পয়েন্ট নিয়ে দুইয়ে জার্মানি ও তিনে পর্তুগাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close