ক্রীড়া ডেস্ক

  ২১ জুন, ২০২১

শেষ ষোলোর ভাগ্য নিজেদের হাতেই

টানা দুই ম্যাচ ড্রয়ের পর কাজটা কঠিন হয়ে গেছে। তবে উয়েফা ইউরোর শেষ ষোলোর টিকিট পাওয়া নিয়ে চিন্তিত নন স্পেনের কোচ লুইস এনরিকে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আসরে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পরশু রাতে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি স্পেন। সেভিলের স্তাদিও লা কার্তুহায় ‘ই’ গ্রুপের ম্যাচে ১-১ ড্র করে তিনবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে তাদের হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেরার্ড মোরেনো।

আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এনরিকের দলের প্রতিপক্ষ স্লোভাকিয়া। ম্যাচটি নিয়ে আশাবাদী তিনি, ‘এই (স্লোভাকিয়ার বিপক্ষে) ম্যাচ নিয়ে আমি খুব আশাবাদী। আমরা অবশ্যই (পোল্যান্ডের বিপক্ষে) আরো ভালো খেলতে চেয়েছিলাম এবং আমাদের সমর্থকদের আনন্দের উপলক্ষ দিতে চেয়েছিলাম। কিন্তু ভালো দলের বিপক্ষে এটা ছিল কঠিন ম্যাচ। পোল্যান্ড কতটা ভালো ছিল এবং তারা কতটা দারুণভাবে রক্ষণ সামলেছে তা স্বীকার করতেই হবে। যে কৌশলে আমরা আক্রমণে ওঠার চেষ্টা করেছিলাম, সেই পথ তারা বন্ধ করে দিয়েছিল।’

রক্ষণাত্মক খেলা দলগুলোর বিপক্ষে স্পেন ধুঁকছে বলে মনে করেন ৫১ বছর বয়সি এই প্রশিক্ষক, ‘ফুটবল যারা দেখেন তাদের যে কেউ দেখে থাকবে, নিজেদের পেনাল্টি বক্সে আস্তানা গেড়ে বসে থাকা একটি দলের বিপক্ষে আক্রমণ করা সবচেয়ে কঠিন কাজ। আমি মনে করি না, এটা সেই ধরনের ম্যাচ ছিল। এমন কিছু মুহূর্ত ছিল যখন তারা অতিমাত্রায় রক্ষণাত্মক খেলেছে। আবার বলের দখল পেলেই তারা চাপ তৈরি করেছে।’

গ্রুপে চার দলের ভাগ্যই নিজেদের হাতে বলে মনে করেন এনরিকে, ‘তৃতীয় ম্যাচটি হবে গুরুত্বপূর্ণ। তবে আমি মোটেও চিন্তিত নই। পরের রাউন্ডে যেতে চাইলে ম্যাচটা আমাদের জিততে হবে। এই গ্রুপের চার দলের ভাগ্যই নিজেদের হাতে।’

‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকা

দেশ ম্যাচ জয় হার ড্র পয়েন্ট

সুইডেন ২ ১ ০ ১ ৪

সেøাভাকিয়া ২ ১ ১ ০ ৩

স্পেন ২ ০ ০ ২ ২

পোল্যান্ড ২ ০ ১ ১ ১

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close