ক্রীড়া প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০২১

সুযোগের অপেক্ষায় সাইফ হাসান

গত বছর কোভিড-১৯ শুরু হওয়ার পর বন্ধ ছিল দেশের ক্রিকেট। এরপর মাঠে ফিরে জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৩ ম্যাচ জয়ের পর টানা ৮ ম্যাচ হার। এবার শ্রীলঙ্কায় সাদা পোশাকের লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। এজন্য লঙ্কা সিরিজ শুরুর আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে চোখ সফরকারীদের।

গতকাল শ্রীলঙ্কা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ব্যাটসম্যান সাইফ হাসান বলেন, ‘আমাদের সামনে যে অনুশীলন ম্যাচটা আছে এটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটাই আমাদের সুযোগ এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া আর উইকেট কী রকম হতে পারে, এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। তো আমার মনে হয়, ম্যাচের মধ্যে তারপর প্রত্যেকটা অনুশীলন পর্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিনই খুব গুরুত্বপূর্ণ। যত ক্যাশ ইন করা যায়, ততই আমাদের জন্য ভালো।’

গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ দল। এরপর তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আজ অনুশীলন শুরু করেছে টিম টাইগার্স। ১৫ ও ১৬ এপ্রিল অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর আগামী ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকে নিজেদের মধ্যে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন সাইফরা।

এই ম্যাচ নিয়ে বাড়তি ভাবনা টপ অর্ডার ব্যাটসম্যান সাইফের। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। তবে ম্যাচ খেলেছেন মাত্র দুটি। বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন গত বছরের শুরুর দিকে। এরপর আর লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজের ময়দানে নামা হয়নি।

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান করতে চান সাইফ, ‘রান করলে অনেক আত্মবিশ্বাস থাকে আর আমার মনে হয় ব্যাটিং প্রস্তুতি আর ফিটনেস ওয়াইজ খুব ভালো ছিল। যদিও ম্যাচ খেলিনি। জাতীয় দলের সঙ্গে যত দিন ছিলাম, ভালো অনুশীলন সেশন ছিল ব্যাটিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ। সব মিলিয়ে আমার মনে হয়, প্রিপারেশন খুব ভালো। আত্মবিশ্বাস খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’

সাইফ সঙ্গে যোগ করেন, ‘ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবে, যারাই সেট হবে এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ? টিমের জন্যই ভালো হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close