ক্রীড়া প্রতিবেদক

  ১৩ এপ্রিল, ২০২১

ভুলের পুনরাবৃত্তি না করার প্রত্যয়

‘আমরা ওখানে (শ্রীলঙ্কায়) সেরা ক্রিকেট খেলতে চাই। খেলাটা পাঁচ দিনের। এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে চাই। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন চালকের আসনে থেকেও হেরে গেছি। শ্রীলঙ্কায় এমনটা করতে চাই না’ খালেদ মাহমুদ সুজন বাংলাদেশের টিম লিডার

গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থমকে যায় দেশের ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে যায় ক্রিকেটীয় কার্যক্রমও। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে প্রায় সাড়ে ১০ মাস পর চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ অনায়াসে জিতলেও টেস্টে ঠিক এর উল্টো স্বাদ পায় টাইগাররা। খর্বশক্তির ক্যারিবীয়দের বিপক্ষে পুড়তে হয় ধবলধোলাই লজ্জায়। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়েও সেই একই দশা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে যথারীতি অসহায় আত্মসমর্পণ।

এবার তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের মিশন শ্রীলঙ্কায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুটি ম্যাচ খেলতে যাওয়া গতকাল দ্বীপ দেশটিতে পা রেখেছে মুমিনুল হকের দল। দেশ ছাড়ার আগে এই সফরে টিম লিডারের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন জানালেন, বাংলাদেশ দল একই ভুল বারবার করতে চায় না।

গণমাধ্যমকে সুজন বলেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। আমরা ওখানে (শ্রীলঙ্কায়) সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে। পাঁচ দিনের খেলা। এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন চালকের আসনে থেকেও হেরে গেছি। শ্রীলঙ্কায় এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’

শ্রীলঙ্কার আবহাওয়া সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান এই পরিচালক ও সাবেক অধিনায়ক বলেন, ‘ওখানে এখন বেশ গরম। তবে এ সময় উইকেটটা ভালো থাকে। নিজেদের কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই। আমরা যদি সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি তাহলে দারুণ কিছুই হবে।’

আন্তর্জাতিক আঙিনায় সম্প্রতিক সময়টা বিষণ্নতায় কেটেছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডে ছয় ম্যাচসহ নিজেদের খেলা সবশেষ আট ম্যাচে হেরেছে টাইগাররা। ওই আট ম্যাচ ছিল আবার তিনটি ভিন্ন সংস্করণের। অর্থাৎ, টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব সংস্করণেই ছিল হতাশার গল্প। তবে শ্রীলঙ্কায় সে আক্ষেপ ঘোচাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এ ব্যাপারে সুজন বলেন, ‘আমরা লাস্ট টেস্ট সিরিজে ভালো করিনি। তবে আমরা জানি আমাদের সক্ষমতা আছে। আমরা নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি। কিন্তু শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলব। সেখানকার কন্ডিশনটা আমরা জানি।’

সঙ্গে যোগ করেন, ‘খেলোয়াড়রা সবাই ফিট। তারা মাঠে গিয়ে চেষ্টার কমতি রাখে না। কিন্তু পারফরম্যান্সটা কেন হচ্ছে না সেটি দুশ্চিন্তার ব্যাপার। প্রক্রিয়াগুলোকে খারাপ বলব না আমি। ব্যক্তিগত পারফরম্যান্স অনেক দেখেছি। এবার আমাদের দল হিসেবে খেলতে হবে। সেটা এই সফরেই করে দেখাতে হবে।’

খেলোয়াড়দের ইতিবাচক মানসিকতার দিকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘খেলতে হবে ইতিবাচক আক্রমণাত্মক ক্রিকেট। আমি সব সময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলি, মনোভাব অনেক গুরুত্বপূর্ণ। যে মনোভাব আমি দেখেছি দুই বছর আগে সে রকমটা দেখতে চাই। মাঠে লড়াই করতে চাই। ফল কী হবে পরে দেখা যাবে।’

শ্রীলঙ্কায় পৌঁছে হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি টেস্ট। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয়টি ২৯ এপ্রিল থেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close