ক্রীড়া প্রতিবেদক

  ০৯ মার্চ, ২০২১

মায়ের জন্য মুক্তি মিলছে শাহাদাতের

ঘরোয়া ক্রিকেটে সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার দায়ে পাঁচ বছরের জন্য শাহাদাত হোসেন রাজীবকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে রাজীবের আয়ের পথ বন্ধ হয়ে যায়। মায়ের চিকিৎসার টাকা জোগান দিতে তাই হিমশিম খাচ্ছেন তিনি। এজন্য বিসিবির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। মানবিক দিক বিবেচনায় রাজীবের আবেদন আমলে নিয়ে তাকে মুক্তি দেওয়ার কথা ভাবছে বোর্ড।

গতকাল সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘রাজীব লিখিতভাবে আমাদের কাছে একটি আবেদন করেছে। যেহেতু তার মায়ের ক্যানসার, বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। এরই মধ্যে আমি আরেক বোর্ড পরিচালক ও বোর্ডের অর্থনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।’

আকরাম খান আরো বলেন, ‘রাজীবের সাজা মওকুফের বিষয়টি এরই মধ্যে বিসিবির শৃঙ্খলা কমিটিকে জানিয়েছি। সবুজ সংকেত পেলেই রাজীবকে ক্রিকেট খেলার অনুমোদন দিব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close