ক্রীড়া ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২১

মাঠে না থেকেও ছিলেন জিদান

করোনাভাইরাসে আক্রান্ত রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান আলাভেসের বিপক্ষে পরশু রাতের ম্যাচে ডাগআউটে ছিলেন না। তার পরিবর্তে ডেভিড বেত্তোনি সামলান দায়িত্ব। বড় জয়ের পর রিয়ালের এই সহকারী কোচের কাছে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জিদান।

স্প্যানিশ লা লিগায় পরশু আলাভেসকে তাদের মাঠেই ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ে ফিরেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। স্বস্তি ফেরানো জয়ে জোড়া গোল করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। জালের দেখা পান বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড আর ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও। স্বাগতিকদের পক্ষে একটি গোল শোধ দেন হোসেলু।

সশরীরে না থাকলেও বাড়িতে বসে টিভিতে শিষ্যদের খেলা দেখেছেন জিদান। তার সঙ্গে কথোপকথনের সারাংশ ম্যাচ শেষে গণমাধ্যমকে জানিয়েছেন বেত্তোনি, ‘খেলার ধরন এবং খেলোয়াড়দের মানসিকতা নিয়ে তিনি (জিদান) খুবই খুশি। তিনি আমাকে বলেছেন, খেলোয়াড়দের অভিনন্দন জানাতে। যেটা তিনি নিজেই মাঠে থাকলে করতেন। খুব বিশেষ কিছু হয়তো নয়। তবে আমরা তিন পয়েন্ট পাওয়ায় খুশি।’

নিজে লক্ষ্যভেদ করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন হ্যাজার্ড। তার এই নৈপুণ্য নিয়ে বেত্তোনি বলেন, ‘সে সৃজনশীল ও স্বতঃস্ফূর্ত। গত দেড় বছরের বেশি সময় তার কঠিন কেটেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close