রাজিবুল ইসলাম

  ২৫ জানুয়ারি, ২০২১

আরেকটি বাংলাওয়াশের হাতছানি

রাজধানী ছেড়ে এবার বন্দর নগরী। তবে ভেন্যু ভিন্ন হলেও বাংলাদেশ দলের চাওয়া এক ও অভিন্ন। আরেকটি ম্যাচ জয়, আরেকটি বাংলাওয়াশ। আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে জিততে পারলেই প্রতিপক্ষকে এই সংস্করণে ১৪ বার ধবলধোবাইয়ের লজ্জা দিতে পারবে টাইগাররা। ক্যারিবীয়দের এর আগেও অবশ্য একবার হোয়াইটওয়াশ করেছিলেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। সেটা এক যুগ আগে উইন্ডিজের মাটিতে। তবে আজ ঘরের মাঠে এই স্বাদ নেওয়া সুযোগ টাইগারদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে। ম্যাচকে সামনে রেখে স্বাগতিকরা গতকাল তিন ঘণ্টা ঘাম ঝরান অনুশীলনে। অনুশীলনের শুরুটা হয়েছিল সকাল ১০টায়। নেটে চলছিল উইন্ডিজদের হোয়াইটওয়াশের প্রস্তুতি। অনুমিতভাবেই যেখানে সবটুকু আলো কেড়ে নিয়েছিলেন টাইগার ডুয়ো সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক বছর আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই জাদুকরি বোলিংয়ে করেছেন বাজিমাত।

মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে ৭.২ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে ৪ উইকেট ও ১৯ রানে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। পরের ম্যাচেও বল হাতে ২ উইকেট নিয়ে ব্যাট হাতে খেলেছেন অপরাজিত ৪৩ রানের ম্যাচ উইনিং ইনিংস। কম যাননি তামিম ইকবালও। প্রথম ওয়ানডেতে ৪৪ রান করা দেশসেরা এই ওপেনার দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৫০ রানের ইনিংস। তাতে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে ২-০-তে সিরিজ নিজেদের করে নিয়েছেন টাইগাররা। এবার অপেক্ষা ‘লাকি ভেন্যু’তে অতিথিদের হোয়াইটওয়াশের। সেই মিশনে মুশফিক, মাহমুদউল্লাহ, লিটন, সৌম্যরা আঁটসাঁট প্রস্তুতিই নিলেন। বাদ যাননি পেসার ও স্পিনাররাও। মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, আফিফ হোসেন ধ্রুব নেট অনুশীলনে যেন নিজেদের শতভাগই উজাড় করে দিলেন। তবে পেসারদের মধ্যে আলো কেড়েছেন তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

গতির ঝড় তুলে সৌম্য, সাকিব ও মাহমুদউল্লাহকে বারবার পরাস্ত করে টানা দুই ওয়ানডেতে উইকেটশূন্য থাকা রুবেল যেন তৃতীয় ওয়ানডে প্রবল বিক্রমে ফেরার আগাম জানান দিয়ে রাখলেন। সিরিজের শেষ ওয়ানডেতে হয়তো উইনিং কম্বিনেশন ভাঙবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ফলে সেখানে তাসকিন আহমেদকেও দেখা যাবে না। কিন্তু তাতে কী? নেটে আগুনের হঙ্কা ঝড়ান অনুশীলনে টেস্ট সিরিজে বিপজ্জনক হয়ে ?ওঠার আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন এই টাইগার গতি তারকা।

দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ওয়ানডে সুপার লিগে উড়ন্ত সূচনা পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। দুই ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ওয়ানডে লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা টাইগাররা শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট কুড়িয়ে নিতে চায়। তবে তার আগে অধিনায়কের স্বীকারোক্তিÑ যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে ক্যারিবীয়রা। সুপার লিগের পয়েন্ট পদ্ধতির কারণে দলগুলোর প্রত্যেকটি ম্যাচই এখন সমান গুরুত্ব পাচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে না পারলে খেলতে হবে বাছাইপর্ব। তামিম তাই শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে পূর্ণ ১০ পয়েন্ট অর্জন করতে চান। তাই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশেই নজর তার। তামিম বলেন, ‘আমরা ইতোমধ্যে সিরিজ জিতলেও আরো ১০ পয়েন্ট অর্জনের সুযোগ আছে। উন্নতির অনেক জায়গা আছে। সব ক্ষেত্রে ভালো করা খুব কম সময়ই ঘটে।’

তামিমের অভিমত, সিরিজ জয় নিশ্চিত হলেও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই উন্নতির সুযোগ আছে বাংলাদেশ দলের। আরো ভালো বোলিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটসম্যানদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ কামনা তার। তিনি বলেন, ‘তিন বিভাগেই আমাদের উন্নতির সুযোগ আছে। আমরা আরো ভালো বল করতে পারি, আরো ভালো ফিল্ডিং করতে পারি। ব্যাট হাতে অনেকে ভালো শুরু করেও শেষ করে আসতে পারছে না। এসব জায়গা নিয়ে কাজ করতে হবে। এখন ওয়ানডেতেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে। কোয়ালিফাই করতে হলে উন্নতির তাই কোনো বিকল্প নেই। আপনাকে ঘরের বাইরেও খেলতে হবে। ভিন্ন কন্ডিশনে ভালো করা সব সময়ই কঠিন।’ সিরিজ জয় নিশ্চিত হলেও তামিম থাকছেন সতর্ক অবস্থানে। শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এলেও দল ছন্দ হারাবে না, নিশ্চিত করলেন তা-ও। তামিম আরো বলেন, ‘প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এত ভালো করতে পারেনি। তবে তারা ভয়ংকর দল, যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। যে-ই একাদশে আসুক, তারা সবাই ম্যাচ উইনার। অতীতে যখনই খেলেছে ভালো খেলেছে। ড্রেসিংরুমের সবাই সাফল্যের জন্য অনেক ক্ষুধার্ত। মাঠে সবাই ভালো করতে চায়।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন আগুনে বোলিংয়ে অভিষেক হওয়া হাসান মাহমুদ। হাসান বলেন, ‘যা হয়েছে ভালো হয়েছে। যদিও অভিষেক ম্যাচটার ওপরে অনেক কিছুই নির্ভর করে। তার পরও ভালো হয়েছে, ভালো শুরু হয়েছে। দ্বিতীয় ম্যাচেও চেষ্টা করেছি প্রথম ম্যাচের মতোই পারফর্ম করার। কিন্তু হয়নি, অসুবিধা নেই, পরেরবার হবে।’

ক্যারিবীয়দের বিপক্ষে দুদিকেই সুইং করে সফল হয়েছেন হাসান। এই ডানহাতি পেসারের বিশ্বাস লাইন, লেন্থ আর সুইং ঠিক থাকলে টেস্ট ক্রিকেটে আরো ভালো করা সম্ভব। হাসানের ভাষ্য, ‘এটা আসলে কারো কারো জন্য ন্যাচারাল আবার কেউ নিজেরা করে। এটা টেস্ট ক্রিকেটের জন্য খুবই ভালো। চেষ্টা করব লাইন-লেন্থ ঠিক রাখতে ও সুইং করাতে।’

তথ্যকণিকা

ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত প্রতিপক্ষকে ১৩ বার ধবলধোলাই লজ্জা দিয়েছে বাংলাদেশ

*দেশের মাটিতে এই স্বাদ নিয়েছে ১১ বার, বিদেশে দুবার

*ওয়েস্ট ইন্ডিজকে এর আগে একবারই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ, ২০০৯ সালে তাদের মাটিতে

* সবচেয়ে বেশি পাঁচবার হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close