ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২১

বিভূঁইয়ে ক্যারিয়ারের চূড়ায় অ্যান্ডারসন

প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছিল বড় ব্যবধানে। ডাবল সেঞ্চুরি করে একাই সেই পথটা করে দিয়েছিলেন অধিনায়ক জো রুট। দ্বিতীয় টেস্টেও দলের বিপর্যয়ে কথা বলছে তার ব্যাট। এর আগে শ্রীলঙ্কার ইনিংস আটকে দিতে ৬ উইকেট তুলে নেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসন।

আগের দিন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরিতে দারুণ শুরু পেয়েছিল লঙ্কানরা। ৪ উইকেটে ২২৯ রান দিয়ে দ্বিতীয় দিন শুরু করে তারা। কিন্তু সেঞ্চুরিয়ান কাল ম্যাথুস ফেরেন প্রথম সেশনেই। ১১০ রান করা ব্যাটসম্যানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে চতুর্থ উইকেট নেন অ্যান্ডারসন। লঙ্কানদের বিশাল সংগ্রহের আশা তখনই নিভে যায়। দিলরুয়ান পেরেরার সঙ্গে অবশ্য দারুণ এক জুটি পেয়ে যান নিরোশান ডিকভেলা। সপ্তম উইকেটে তারা আনেন ৮৯ রান। সেঞ্চুরির পথে থাকা ডিকভেলাকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গার পাশাপাশি ৫ উইকেট পুরো করেন ৩৮ পেরুনো অ্যান্ডারসন। ওই ওভারেই সুরাঙ্গা লাকমালকে ছেঁটে ৬ষ্ঠ উইকেট তুলে নেন তিনি। দেশের বাইরে এটিই তার সেরা বোলিং ফিগার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close