ক্রীড়া প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২১

টাইগারদের যত দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২৬তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ। দেশের মাটিতে এটি টাইগারদের ২১তম সিরিজ জয়। দেশের বাইরে তারা জিতেছে পাঁচটি সিরিজ।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় হাবিবুল বাশার সুমনের দল। এরপর সাফল্যের খাতায় একে একে নতুন সিরিজ যুক্ত হয়।

টাইগাররা দেশের বাইরে প্রথম সিরিজ জেতে ২০০৬ সালে। কেনিয়াকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারায় টাইগাররা। গতকালের আগে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০২০ সালের মার্চে। ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারায় মাশরাফি মুর্তজার দল।

বিদেশে সর্বশেষ সিরিজ জেতে ২০১৮ সালে। ওই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়। কালকেরটি মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়।

প্রতিদিনের সংবাদ পত্রিকার পাঠকদের জন্য একনজরে বাংলাদেশের জয় পাওয়া ওয়ানডে সিরিজগুলো তুলে ধরা হলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close